img

Follow us on

Friday, Jan 24, 2025

RG Kar Incident: ‘ভোট গেম করছেন মমতা’! আগ বাড়িয়ে রাজ্য মামলা করায় ক্ষুব্ধ অভয়ার বাবা-মা

Mamata Banerjee: আরজি করের নির্যাতিতার পরিবারকে সঙ্গে নিয়ে শুক্রবার উত্তর কলকাতায় মিছিল করার কথা শুভেন্দু অধিকারীর...

img

সঞ্জয় রায় (বাঁদিকে), মমতা বন্দ্যোপাধ্যায় (ডানদিকে) (সংগৃহীত ছবি)

  2025-01-24 12:45:03

মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (RG Kar Incident) আদালতের রায় বের হওয়ার পর রাজ্যের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ অভয়ার বাবা-মা। বিশেষ করে মমতার সরকার আগবাড়়িয়ে এই ঘটনায় মামলা করার ঘটনা একেবারেই তাঁরা ভালোভাবে নিচ্ছেন না। বরং, তৃণমূল সরকারের এই অতিসক্রিয়তার পিছনে অন্য কোনও কারণ রয়েছে বলে তাঁরা মনে করছেন। আরজি করকাণ্ডে মামলা করে অভয়ার পরিবারের কাছে আসার বার্তা দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টে তার বিপরীত হল বলে রাজনৈতিক মহল মনে করছেন। মমতার (Mamata Banerjee) অতিসক্রিয়তাকে একেবারেই নাপসন্দ অভয়ার বাবা-মায়ের। এদিকে, অভয়ার পরিবারের সঙ্গে আজ, শুক্রবার কলকাতায় মিছিল করার কথা শুভেন্দু অধিকারীর। যাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভোট গেম করছেন মমতা (RG Kar Incident)

পাঁচ মাস পর আরজি কর মামলার রায় (RG Kar Incident) বেরলেও তাতে তুষ্ট নন মৃত তরুণী চিকিৎসকের বাবা-মা। রায় বের হওয়ার আগেই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তাঁরা। অন্যদিকে, আরজি কর কাণ্ডে অপরাধী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা করেছে রাজ্য সরকার। সেই মামলাকে 'ভোট গেম' বলেই উল্লেখ করলেন অভয়ার বাবা। হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে রাজ্যের তরফে একটি মামলা করা হয়েছে। বুধবার বিচারপতি প্রশ্ন তুলেছেন, পরিবারের তরফে সম্মতি ছাড়া রাজ্যের এই মামলা করার অনুমতি আছে কি না। তাঁরা সম্মতি দেবেন কি না, এই প্রশ্ন করায় অভয়ার বাবা বলেন, “আমরা কী করব, সেটা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।” রায় বের হওয়ার পর মামলা করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো হাইকোর্টে মামলা হয়। সেই মামলা প্রসঙ্গে অভয়ার বাবা বলেন, “এত সক্রিয়তাই বা কেন! রায়ের কপি পড়ে উঠতে পারলাম না, ওঁরা মামলা করে দিলেন! এক মাস তো সময় ছিল। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) তো বলেন খেলা হবে, সবসময় খেলা করছেন। এটাও খেলা। মুখ্যমন্ত্রী অতি সক্রিয়তা দেখিয়েছেন। এটা একটা ভোট গেম তো বটেই।” তাঁর দাবি, সঞ্জয়ের ফাঁসির সাজা না হওয়ায় জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা কাজে লাগাতে চাইছেন মমতা।

সুপ্রিম কোর্টে মামলা

সঞ্জয়ের কী হল, তা নিয়ে আপাতত চিন্তিত নন অভয়ার (RG Kar Incident) বাবা-মা। তাঁদের দাবি, আর কেউ যুক্ত থাকলে, তাদের নাম যাতে সামনে আসে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তাঁদের মামলা মেনশন করা হয়েছে। বুধবার শুনানির আর্জি জানানো হয়েছিল। তবে, আগামী ২৯ জানুয়ারি শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রসঙ্গত, সোমবার আরজি করের রায় ঘোষণার পর সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমাদের হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম।” এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন অভয়ার বাবা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে অত ব্যস্ত হতে হবে না। উনি করেছেন... আর ওঁকে ব্যস্ত হতে হবে না।” সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা তিনি বলেন, “মুখে ওই সব কথা উনি বলতে পারেন। ওঁর সিপি-এসিপি উপস্থিত থেকে সব তথ্য প্রমাণ লোপাট করেছে। উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে?” এরপর তিনি জানান, রায়ের কপি হাতে আসার পর তাঁরা সিদ্ধান্ত নেবেন উচ্চ আদালতে আদৌ তাঁরা যাবেন কিনা।

অভয়ার পরিবারের সঙ্গে পথে শুভেন্দুও

প্রসঙ্গত, তথ্য প্রমাণ লোপাট ও কর্তব্যের (RG Kar Incident) গাফিলতির অভিযোগে আগেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছিলেন চিকিৎসকরা। তারপর পদত্যাগের দাবিতেও সরব হন। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়ে বিনীত গোয়েলকে পদ থেকে সরানো হয়। অন্যদিকে, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই সরব ছিলেন বঙ্গ বিজেপির নেতারা। এই পরিস্থিতিতে, শুক্রবার অভয়ার পরিবারকে সঙ্গী করে উত্তর কলকাতায় মিছিল করার কথা শুভেন্দু অধিকারীর। কলেজ স্ট্রিট থেকে মহম্মদ আলি পার্ক পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। পরিবারকে সঙ্গী করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পথে নামা তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Mamata Banerjee

Madhyom

West Bengal

bangla news

Bengali news

RG Kar Incident


আরও খবর


ছবিতে খবর