CBI: বাড়ির বাইরে অপেক্ষায় সিবিআই, ৭৫ মিনিট পরে দরজা খুললেন সন্দীপ
সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar) কাণ্ডে তেড়েফুঁড়ে নামল সিবিআই। রবিবার সাত সকালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি সহ আরও ১৫ জায়গায় হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উল্লেখযোগ্যভাবে কেষ্টপুর, হাওড়া, এন্টালিতে সিবিআইয়ের একটি করে দল গিয়েছে। কেষ্টপুরে রয়েছে আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোমের বাড়ি, সেখানে হানা দিয়েছে সিবিআই। এর পাশাপাশি এন্টালিতে রয়েছে হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়ি, সেখানেও গিয়েছে কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে হাওড়াতে বিপ্লব সিংহ নামের এক ব্যক্তির বাড়িতে হাজির হয়েছে সিবিআই। জানা গিয়েছে, ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহকারী হিসেবে কাজ করেন। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে (RG Kar) প্রত্যেককেই বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই আধিকারিকেরা। জানা গিয়েছে, বেলগাছিয়ার জে কে ঘোষ রোডে এক ক্যাফে মালিকের বাড়িতেও পৌঁছেছে সিবিআই। এছাড়া, সিবিআইয়ের (CBI) একটি দল রবিবার সকালে পৌঁছেছে আরজি কর হাসপাতালে।
আরজি কর হাসপাতালে (RG Kar) আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে চলেছে একের পর এক অনিয়ম ও দুর্নীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো তার তদন্ত করছে সিবিআই। শনিবারই আরজি করের মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম এফআইআর করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখা ওই এফআইআর দায়ের করেছে। তার পর রবিবার সকাল থেকেই সিবিআই (CBI) পদক্ষেপ করতে শুরু করল।
রবিবার সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআইয়ের সাত আধিকারিকের একটি দল পৌঁছায়। ঘড়ির কাঁটায় তখন সকাল পৌনে ৭টা। সন্দীপের চার তলা বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করতে থাকেন সিবিআই আধিকারিকরা। তবে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। বাজানো হয় কলিং বেলও। তবে তাতেও দরজা খোলেননি সন্দীপ। এরই মধ্যে বাড়ির বাইরে স্থানীয়দের ভিড় জমতে শুরু করে। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর সিবিআই সন্দীপের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। তবে ফোন তোলেননি সন্দীপ। অবশেষে দীর্ঘ ৭৫ মিনিট পর দরজা খোলেন সন্দীপ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।