img

Follow us on

Saturday, Sep 21, 2024

Dhupguri: ধূপগুড়িতে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, উপ নির্বাচনে কত বাহিনী মোতায়েন জানেন?

ধূপগুড়ি উপ নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে জানেন?

img

উপ নির্বাচনের আগে ধূপগুড়িতে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর টহল (নিজস্ব চিত্র)

  2023-08-21 16:57:48

মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সকাল থেকে জলপাইগুড়ির ধূপগুড়ি শহরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হল। ধূপগুড়িতে (Dhupguri) বিধানসভা উপ নির্বাচনের আগে ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে বিভিন্ন এলাকায়। এদিন সকালে শহরের বামনি ব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮ এ ধূপগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। আগামী ৫ ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন।

কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল? (Dhupguri)  

এই উপ নির্বাচনের জন্য মোট ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। ধূপগুড়ি (Dhupguri) ব্লকের নয়টি গ্রাম পঞ্চায়েত ও একটি পুরসভা এলাকার পাশাপাশি বানারহাট ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। বিস্তীর্ণ এই এলাকা জুড়েই টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা যাচ্ছে, ধূপগুড়িতে রাখা হবে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেই সঙ্গে বানাহাট এলাকায় এই নির্বাচনের দায়িত্বে থাকবে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়ি কোতোয়ালি এলাকায় থাকবে। উপ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। এর আগে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের একাধিক এলাকা থেকে হিংসার খবর উঠে এসেছিল। সেই বিষয়টির উপর নজর রেখে এই উপ নির্বাচনে যাতে নিরাপত্তার কোন খামতি না থাকে সেটাও দেখা হচ্ছে। এই মুহূর্তে ভারী বুটের শব্দে কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছেন ভোটাররা।

কী বললেন জেলাশাসক?

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা জানান, এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়ি সদরে রাখা হবে। মূলত যেখানে ইভিএম স্টোর করা হবে, ডিসিআরসি সেল হবে এবং স্ট্রং রুম করা হবে, সেখানেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। উপ নির্বাচনের নিরাপত্তায় যাতে কোনওভাবেই কোনও খামতি না থাকে সেই বিষয়টি নিশ্চিত করতেই এই ব্যবস্থা।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

এদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, পঞ্চায়েত ভোটে যে সন্ত্রাস তৃণমূলের তরফে করা হয়েছিল, এবার সেটা হবে না। পুলিশ ও প্রশাসনের মদতে তৃণমূল যেভাবে ভোট লুট করেছে এই ভোটে তা করতে পারবে না তারা। এই বিষয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক রাজেশ সিং বলেন, বিজেপি হারের ভয়ে এই সমস্ত কথা বলছে। ২০২১ সালেও কেন্দ্রীয় বাহিনী ছিল, বাংলার মানুষ দেখেছে রেজাল্ট কী হয়েছিল। ফলে, কেন্দ্রীয় বাহিনী দেখিয়ে লাভ নেই। মানুষ উন্নয়নের নিরিখে ধূপগুড়ি (Dhupguri) উপ নির্বাচনে ভোট দেবে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

By Election

dhupguri


আরও খবর


ছবিতে খবর