img

Follow us on

Sunday, Jan 19, 2025

Sandeshkhali Incident: 'সন্দেশখালি জ্বলছে আর দেবী ডগ ডে নিয়ে মেতে', নুসরতকে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh: 'দেব আর দেবী ছাড়া তৃণমূলের গতি নেই’, কেন বললেন দিলীপ?

img

সন্দেশখালি নিয়ে সরব দিলীপ ঘোষ।

  2024-02-12 14:32:04

মাধ্যম নিউজ ডেস্ক: রণক্ষেত্র সন্দেশখালি (Sandeshkhali)। জ্বলছে ঘর বাড়ি। তৃণমূল নেতা শাহজাহান শেখ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে সরব হয়েছেন সন্দেশখালি, জেলিয়াখালির প্রমিলাবাহিনী। তবু চুপ সন্দেশখালির মহিলা সাংসদ নুসরত জাহান। নুসরত বসিরহাটের সাংসদ, সন্দেশখালি সেই এলাকারই অন্তর্ভুক্ত। সন্দেশখালি এখন অগ্নিগর্ভ, কিন্তু এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলতে শোনা যায়নি অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে। 

নুসরতকে খোঁচা

সরাসরি এ প্রসঙ্গে এবার নুসরতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নাম না করেই দিলীপ (Dilip Ghosh) বলেন, 'দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দেবীর এলাকা সন্দেশখালি জ্বলছে। মহিলারা ধর্ষিত। অত্যাচারিত। তারা ঝাঁটা লাঠি নিয়ে পুলিশকে তাড়া করছে। দেবী কে খুঁজে পাওয়া যাচ্ছে না।' সন্দেশখালি নিয়ে নীরব থাকলেও, নুসরত কিন্তু সদা-অ্যাক্টিভ সোশাল মিডিয়ায়। ভ্যালেন্টাইনস উইক জুড়ে নজর কেড়েছে নুসরতের ইন্সস্টাগ্রাম পোস্টগুলি। লাইক, লাভ রিয়্যাকশনে ভরে গিয়েছে প্রমিস ডে-তে পাওয়া গিফটের রিল।  এই নিয়ে দিলীপের কটাক্ষ 'তিনি ডগ ডে চকোলেট ডে নিয়ে মেতে আছেন। এরপর ভ্যালেন্টাইন্স ডে করবেন। এরকম লোক কে মানুষ কেন ভোট দেয় যাদের সামান্য সেনসিটিভিটি নেই। কোনো বিবৃতি নেই। কোনো কথা নেই। একবার ওখানে যাওয়া উচিত ছিল। মহিলাদের এই দুঃখের সময় তাকে পাওয়া যাচ্ছে না। এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে।' 

আরও পড়ুন: হলদোয়ানির হিংসায় ধৃত ৩০, “দেবভূমির পবিত্রতা নষ্ট করা যাবে না”, বললেন ধামি

দেব প্রসঙ্গে অভিমত

সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন দিলীপ ঘোষ । তিনি বলেন, 'একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের এই দুর্দশা হবে, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, এটা কোনোদিন বাঙালি ভাবতে পারেনি।' ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেব-কে প্রার্থী করা প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ‘দেব আর দেবী ছাড়া তৃণমূলের গতি নেই। দেবকে নিয়ে এই চলছে। দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Dilip Ghosh

bangla news

bjp mp

loksabha election 2024

Nusrat Jahan

Sandeshkhali Issue


আরও খবর


ছবিতে খবর