img

Follow us on

Wednesday, Oct 23, 2024

Suvendu Adhikari: ‘‘ড্যামেজ রিপেয়ারিংয়ে গিয়েছিলেন’’, সন্দেশখালি নিয়ে ডিজিপিকে খোঁচা শুভেন্দুর

Sandeshkhali: নন্দীগ্রামের মতোই সন্দেশখালিতেও সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে, দাবি শুভেন্দুর

img

সন্দেশখালির পাশে শুভেন্দু অধিকারীরা।

  2024-02-24 16:56:36

মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ মানুষকে ভরসা দিতে বা শেখ শাহজাহানের খোঁজে নয়, ডিজি রাজীব কুমার সন্দেশখালি (Sandeshkhali) গিয়েছিলেন ভোটের আগে ড্যামেজ কন্ট্রোল করতে। ওখানে এতদিন গণতন্ত্রের হত্যা করা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে প্রতিদিন নিগ্রহের শিকার হয়েছে মেয়েরা। এখন প্রতিবাদ জানাতে তাঁরা নিজেরাই পথে নেমেছেন। সামনেই নির্বাচন তাই সেই ক্ষত মেরামত করতে সন্দেশখালি গিয়েছেন ডিজি। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

ড্যামেজ রিপেয়ারিংয়ে রাজীব!

শনিবার সকালে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, 'ধরবে না, ও ভোট করে আর কালীঘাটের টাকা সাপ্লাই করে। ডিজির সেদিন রাতের লঞ্চ সফর করে শাহজাহানকে ধরতে যায়নি। ড্যামেজ রিপিয়ারিং করতে গিয়েছিল। তার আগে আমি গিয়ে জমি ফেরত করিয়ে দিয়ে এসেছি। যার যা রেকর্ডে আছে তারা পজিশন নিতে শুরু করেছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর ডিজিকে লাগবে না।' শুভেন্দুর কথায়, 'আমার জমি আমি নেব, তার জন্য পুলিশের কী আছে? জেলিয়াখালি বলে যে জায়গাটা আছে, সেখানে গিয়েছিলেন শিবু হারজার ম্যানেজার ভানু মণ্ডলকে খুঁজতে। তিনি বলে এসছেন শাহজাহানের বিষয়টি ইডি-সিবিআই-এর মামলা, সেটা আমাদের মাথা ব্যথা নয়। তিনি ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েছেন, কারণ তিনি এখন দলেরও সভাপতি। সুব্রত বক্তিকে কোথাও দেখা যায় না, ওই কাজটা রাজীব কুমারকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

আরও পড়ুন: শিশুর জন্যও আধার পরিচিতি! জানুন কীভাবে তৈরি করবেন ‘বাল আধার’?

সন্দেশখালি-নন্দীগ্রাম

সন্দেশখালি কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে?  শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, 'বশ্যতা বিরোধী সংগ্রাম। নন্দীগ্রামে যেগুলো ছিল এখানে সবগুলোই আছে। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের ওপর মায়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে। ভোট লুঠ গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন, জমি দখল, ৩টি বড় ইস্যুর ওপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে এবং মানুষ বিজেপিকে ভরসা করেছে।'

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Suvendu Adhikari

bangla news

BJP LEADER

Sandeshkhali

Suvendu Adhikari in Sandeshkhali


আরও খবর


ছবিতে খবর