img

Follow us on

Saturday, Oct 05, 2024

Sansad Ratna Award 2023: প্রথমবার লোকসভায় গিয়েই দুরন্ত পারফরম্যান্স! ‘সংসদ রত্ন’ হচ্ছেন সুকান্ত মজুমদার

১৩ জন সাংসদের নামের তালিকার মধ্যে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের নাম রয়েছে দু'নম্বরে।

img

সুকান্ত মজুমদার

  2023-02-22 10:34:42

মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জয়ের রথ যেন থামতেই চাইছে না। জীবনে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই হয়েছিলেন সাংসদ। এবার এল আরও এক সাফল্য। প্রথমবার আইনসভায় এসেই দেশের সেরা সাংসদ হওয়ার তালিকায় নাম জুড়ল তাঁর। পেতে চলেছেন 'সাংসদ রত্ন' সম্মান (Sansad Ratna Award 2023)। একসময় এই সম্মান পেয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, লালকৃষ্ণ আদবানি, প্রণব মুখার্জিরা। সেই দলেই নাম লেখাতে চলেছেন সুকান্ত। এ যেন এক বিরল নজির। প্রথম বার সাংসদ নির্বাচিত হয়েই এই সম্মান খুব কম মানুষই পেয়েছেন। 

প্রথমবারের সাংসদ হলেও কোনও জড়তা ছিল না পেশায় অধ্যাপক সুকান্তর (Sansad Ratna Award 2023) মধ্যে। বরং প্রথম দিন থেকেই সাংসদে তাঁর উপস্থিতি, কড়া প্রশ্নবাণ, বার বার দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। আর সেই কারণেই তাঁর ঝুলিতে আসতে চলেছে এই সম্মান।

তালিকায় দ্বিতীয় সুকান্ত   

মঙ্গলবার দিল্লিতে সংসদ রত্ন পুরষ্কার কমিটি এই সম্মানের ঘোষণা করেছে। সেখানেই ঘোষণা করা হয় সুকান্ত মজুমদারের (Sansad Ratna Award 2023) নাম। প্রাইম ফাউন্ডেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানানো হয়েছে। সংসদের দুই কক্ষ মিলিয়ে সেরা ১৩ জন সাংসদ এবং ১ জন বর্ষিয়ান সাংসদকে তাঁদের জনহিতকর প্রশ্ন ও সরকারকে দিশা দেখানোর কর্মকুশলতার জন্য এই সংসদ রত্ন সম্মানে ভুষিত করা হয়েছে। এই ১৩ জনের মধ্যে আটজন লোকসভার এবং পাঁচজন রাজ্যসভার। এই সাংসদের মধ্যে তিন আবার অবসরপ্রাপ্ত। এ ছাড়া ২টি সংসদীয় কমিটির সদস্য ও একজন সাংসদকে সারা জীবনের অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এই ১৩ জন সাংসদের নামের তালিকার মধ্যে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের নাম রয়েছে দু'নম্বরে।

আরও পড়ুন: কে ‘কালীঘাটের কাকু’ তা খোলসা করলেন তাপস মণ্ডল, জানেন তাঁর বাড়ি কোথায়?

জানা গিয়েছে, এই কয়েক বছরে সংসদ কক্ষে প্রশ্ন করায় সমস্ত রেকর্ড ভেঙেছেন সুকান্ত (Sansad Ratna Award 2023)। ৫২২ টি প্রশ্ন করেছেন তিনি। যা সাংসদদের মধ্যে সর্বোচ্চ। প্রশ্নগুলি মূলত স্বাস্থ্য পরিষেবা,  শিক্ষা, পরিকাঠামো, কৃষি এবং পরিবেশ সহ বিস্তৃত বিষয়ের উপর করেছেন তিনি। পাশাপাশি তিনি সংসদে ৩২ টি বিতর্কেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে এসেছেন। তাঁর এই সম্মানে খুশি দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা মনে করছেন, এই সম্মান‌ই প্রমাণ করছে সাংসদ হিসেবে সুকান্ত মজুমদার ঠিক কতটা দক্ষ।

সুকান্ত ছাড়াও এ রাজ্য থেকে এই সম্মান পাচ্ছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 
 

Tags:

Sukanta Majumdar

Sansad Ratna Award 2023


আরও খবর


ছবিতে খবর