img

Follow us on

Friday, Nov 29, 2024

CCTV Camera: দক্ষিণেশ্বর মন্দিরে জোরদার করা হল নিরাপত্তা, কীভাবে?

মন্দিরের প্রবেশপথে বসানো হল সিসিটিভি ক্যামেরা

img

দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশ পথে বসানো হল সিসিটিভি ক্যামেরা (নিজস্ব চিত্র)

  2023-05-06 17:28:25

মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণেশ্বর মন্দিরের নিরাপত্তাকে আরও জোরদার করতে সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) মুড়ে দেওয়া হল। মূলত মন্দিরে ঢোকার প্রবেশপথে এই ক্যামেরা লাগানো হয়েছে। আগে ভবতারিণী মন্দির এবং মন্দির চত্বরে সিসিটিভি (CCTV Camera) ছিল। তবে, মন্দিরে ঢোকার রাস্তায় কোনও সিসি ক্যামেরা ছিল না। বিশেষ করে স্কাইওয়াকের আশপাশের এলাকায় এতদিন কোনও সিসি ক্যামেরা ছিল না। এদিন থেকে সেখানেও সিসি ক্যামেরা লাগানো হল। সেই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে তৈরি হল একটি যাত্রী প্রতীক্ষালয়।

কী বললেন বারাকপুরের পুলিশ কমিশনার?

এমনিতেই দক্ষিণেশ্বর মন্দির রাজ্যের অন্যতম তীর্থস্থান। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের বহু ভক্ত এই মন্দিরে পুজো দিতে আসেন। বছরের বিশেষ বিশেষ দিনে এই মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এক সময় বেলঘরিয়া থানার পক্ষ থেকে এই মন্দিরের নিরাপত্তা দেখভাল করা হত। মন্দির চত্বরেই ছোট্ট ফাঁড়ি ছিল। মন্দিরে আসা ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে বারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শুধু মন্দির চত্বর ও আশপাশের এলাকার জন্য নতুন দক্ষিণেশ্বর থানা তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবে নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছে। এমনিতেই মন্দির চত্বরে সিসি ক্যামেরা ছিল। বাইরে কোনও ক্যামেরা ছিল না। এবার থেকে মন্দিরের ভিতর এবং বাইরে সিসিটিভি (CCTV Camera) ক্যামেরায় মুড়ে দেওয়া হল। দক্ষিণেশ্বর মন্দির চত্বরে দর্শনার্থীদের ভিড় দিন দিন বাড়ছে, যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য গোটা রাস্তাকে সিসি ক্যামেরার নজরদারিতে নিয়ে আসা হলো। ডানলপ মোড়ে আগেই লাগানো হয়েছিল এই ক্যামেরা। পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, মন্দিরে ঢোকার রাস্তার পাশাপাশি বনহুগলি এবং সবেদা বাগান মোড়েও লাগানো হল সিসি ক্যামেরা। সবমিলিয়ে ১৬ টি সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) লাগানো হল। বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, এমনিতেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব সময় নজরদারি চালানো হয়। এবার সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) লাগানোর পর নিরাপত্তা আরও জোরদার করা হল। এতে কেউ অপরাধ করলে আমাদের কাছে রেকর্ড থাকবে। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

police

Dakhineswar

cctv camera


আরও খবর


ছবিতে খবর