img

Follow us on

Friday, Nov 22, 2024

Shantiniketan: পৌষমেলার প্লট বুকিংয়ে ফি বাড়ানো হল চারগুণ! ক্ষুব্ধ ব্যবসায়ীরা

পৌষমেলার প্লট বুকিংয়ে ফি কত বাড়ানো হল জানেন?

img

শান্তিনিকেতনে পৌষমেলায় স্টল নেওয়ার জন্য ব্যবসায়ীদের ভিড় (নিজস্ব চিত্র)

  2023-12-16 18:49:54

মাধ্যম নিউজ ডেস্ক: শান্তিনিকেতনে (Shantiniketan)পৌষমেলার প্লট বুকিংয়ের টাকা চারগুণ বাড়িয়ে দেওয়ায় বাড়ছে ক্ষোভ। শনিবার থেকে শুরু হল পৌষমেলার প্লট বুকিং। প্রথম দিনেই ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রেট চার্ট প্রকাশ না করেই চার গুণ টাকা বৃদ্ধি করে প্লট দেওয়া হচ্ছে। শান্তিনিকেতন ট্রাস্ট জানায়, মেলার প্লট বুকিংয়ের ফি বৃদ্ধি নিয়ে কোনও আলোচনাই বৈঠকে হয়নি। সব মিলিয়ে পৌষমেলার প্লট বুকিং নিয়ে চরম বিশৃঙ্খলা।

প্লট বুকিংয়ের ফি বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা (Shantiniketan)

২০১৯ সালে শেষবার শান্তিনিকেতনের (Shantiniketan) পূর্বপল্লির মাঠে ঐতিহ্যবাহী পৌষমেলা হয়েছিল। তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ করে দিয়েছিলেন। যা নিয়ে ক্ষোভ ছিল বোলপুর-শান্তিনিকেতনবাসীর। নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর পৌষমেলা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তবে, সময় কম থাকায় দায়িত্ব নিয়ে মেলা করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ফলে, এবারও পৌষমেলা হওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। বহু টালবাহানার পর এবার পূর্বপল্লির মাঠে হচ্ছে পৌষমেলা। তবে,এই পৌষমেলার আয়োজক বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট নয়। এই মেলার আয়োজক প্রশাসন। আর প্রশাসনের পক্ষ থেকে প্লট বুকিংয়ে রেট বাড়়িয়ে দেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ব্যবসায়ীদের বক্তব্য, এদিন থেকে পৌষমেলার স্টলের জন্য প্লট বুকিং শুরু হয়। কিন্তু, ব্যবসায়ীদের অভিযোগ কোন রকম রেট চার্ট প্রকাশ না করেই প্লট বুকিং হচ্ছে। আর প্লট বুকিংয়ের জন্য ৪ গুণ ফি বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ, ২০১৯ সালে প্রতি স্কোয়ার ফুট প্লট ২৫ টাকা ছিল। এবার ১০০ টাকা করা হয়েছে। চারগুণ ফি কী করে বৃদ্ধি করা হল তা প্রশাসনের পক্ষ থেকে জানানো দরকার।

জেলা পরিষদের সভাধিপতি কী সাফাই দিলেন?

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, মানুষ খুব উৎসাহিত প্লট বুকিংয়ের জন্য। কোনও ক্ষোভ-বিক্ষোভ নেই। আর ফি বৃদ্ধি করা হয়নি। ২০১৯ সালের রেট বহাল রাখা হয়েছে। যারা ফি বাড়ানো হয়েছে বলে অভিযোগ করছে তা ঠিক নয়।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

West Bengal

bangla news

Bengali news

Shantiniketan

poush mela


আরও খবর


ছবিতে খবর