img

Follow us on

Saturday, Jan 18, 2025

Soham Chakraborty: চড়কাণ্ডে আদালতে আগাম জামিন সোহমের, সরকারি আইনজীবীর ঘরে থাকা নিয়ে বিতর্ক

Barasat: বারাসত আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী, কেন জানেন?

img

বারাসত আদালতে সোহম চক্রবর্তী (নিজস্ব চিত্র)

  2024-06-14 11:14:01

মাধ্যম নিউজ ডেস্ক: নিউ টাউনে রেস্তোরাঁর মালিকের ওপর হামলার ঘটনায় মামলা গড়িয়েছে আদালতে। ফৌজদারি সেই মামলায় আগাম জামিন নিতে বারাসত জেলা আদালতে যান অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। আদালতে আগাম জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। আদালত দু'হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে।

সরকারি আইনজীবীর ঘরে মামলায় অভিযুক্ত সোহম (Soham Chakraborty)

নিউ টাউনের রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় আগাম জামিন নিতে বারাসত আদালতে আত্মসমর্পণ করেন সোহম (Soham Chakraborty)। আদালতে জামিনের আবেদন করার পর তিনি প্রায় দুঘণ্টা সরকারি আইনজীবীর ঘরে বসে অপেক্ষা করেন বলে অভিযোগ। এর এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, একজন অভিযুক্ত আদালত কক্ষে না বসে কেন সরকারি আইনজীবীদের বরাদ্দ ঘরে বসেছেন, তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলতে শুরু করেছেন। সোহমের আইনজীবীদের ব্যাখ্যা, আদালত চত্বরের বাইরে গেলেও বারাসতের বাইরে তিনি যাননি। আগাম জামিন প্রসঙ্গে সোহম বলেন, "এখনই কোনও মন্তব্য আমি করব না। পুরো বিষয়টি বিচারাধীন।"

আরও পড়ুন: বিজেপিতে যোগ দেওয়া এক ক্রিকেটারের ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

শুক্রবার মামলার শুনানি!

ইতিমধ্যেই সোহমের (Soham Chakraborty) বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ এনে বুধবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তোরাঁ-মালিক আনিসুল আলম। পাশাপাশি তাঁর অভিযোগ, সোহমের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না পুলিশ। আনিসুলের আইনজীবী বলেন, আমার মক্কেল এবং পরিবারকে হুমকি দিচ্ছেন জনপ্রতিনিধি সোহম। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ঠিক তার আগের দিন অর্থাৎ, বৃহস্পতিবার আগাম জামিন নিতে তৃণমূল বিধায়ক বারাসত আদালতে যান। প্রশ্ন উঠছে, তা হলে কি গ্রেফতারির আশঙ্কা করছেন অভিনেতা-বিধায়ক? আর সেই কারণেই কি তড়িঘড়ি আগাম জামিনের পদক্ষেপ?

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনের রেস্তোরাঁর সামনে শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাধে ওই রেস্তোরাঁর মালিক আনিসুল আলমের। পরে, সোহম (Soham Chakraborty) তাঁকে মারধর করেন। তাঁকে ঘুষি মারা হয়। এমনকী, সোহম তাঁকে সজোরে লাথি মারেন বলেও অভিযোগ আনিসুলের।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

West Bengal

bangla news

Bengali news

NEW TOWN

Soham Chakraborty


আরও খবর


ছবিতে খবর