Ranjan: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে জামিনের পর ইডির হাতে গ্রেফতার ‘সৎ রঞ্জন’, ইডির কাছে জামিন পেয়ে সিবিআই হেফাজতে শান্তনু...
শিক্ষক দুর্নীতি মামলায় অভিযুক্ত 'সৎ রঞ্জন'। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআইয়ের মামলায় জামিন পাওয়ার ছয়দিন পর আবার গ্রেফতার শিক্ষক দুর্নীতি মামলায় (SSC Recruitment Case) অভিযুক্ত বাগদার ‘সৎ রঞ্জন’ (Ranjan) ওরফে চন্দন মণ্ডল। স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালী একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে। সেই সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসবাদ করেছিল সিবিআই। এবার ফের গ্রেফতার করেছে ইডি। অপর দিকে শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন দুজনই।
স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে টাকা নিয়ে মামলায় অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বাগদার বাসিন্দা রঞ্জনের (Ranjan)। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে (বিচার ভবনে) তাঁর ‘শোন অ্যারেস্ট’-এর আবেদন করেছিল ইডি। সেই আবেদন মঞ্জুর হতেই রঞ্জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। আগামী সোমবার পর্যন্ত তাঁর ইডি হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়েছে। সেই সূত্র ধরেই সিবিআই তাঁকে নিজাম প্যালেসে ডেকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করে। এরপর তাঁকে গ্রেফতারও করা হয়। সিবিআই তাঁকে দুটি মামলায় গ্রেফতার করেছিল। এই দুটি মামলা হল, গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণিতে নিয়োগ মামলা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে জেলেই ছিলেন অভিযুক্ত রঞ্জন।
আরও পড়ুনঃ কোটি কোটি টাকার প্রতারণা! চিটফান্ড মামলায় প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরকে গ্রেফতার ইডির
গত ২০ নভেম্বর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ নয়জনের জামিন মামলায় রায়দান ছিল। সেই তালিকায় ছিলেন রঞ্জন (Ranjan)। তাঁর জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি সিনহা রায়। তবে জামিন মঞ্জুর হলেও জেল থেকে ছাড়া পাননি। একইভাবে রঞ্জনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, “হাইকোর্টে জামিন মঞ্জুর হওয়ার পর জেল থেকে ছাড়া পাওয়ার যাবতীয় কাজ ২২ নভেম্বরের মধ্যেই শেষ করা হয়। কিন্তু তারপরও কেন তাঁকে জেলে আটকে রাখা হয়েছিল জানা নেই। এই বিষয়ে আবার হাইকোর্টের দ্বারস্থ হব।” কিন্তু মঙ্গলবার ফের তাঁকে গ্রেফতার (SSC Recruitment Case) করা হয়েছে। উল্লেখ্য গত বছরের প্রথমে রাজ্যের প্রাক্তন তৃণমূল মন্ত্রী উপেন বিশ্বাস এই ‘রঞ্জন’-এর কথা তুলে ধরেছিলেন। টাকার বিনিময়ে লোককে চাকরি করে দেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। এরপর থেকেই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।