img

Follow us on

Sunday, Jan 19, 2025

Arpita Mukherjee: ঘনিষ্ঠতা! তিনি ভালোভাবে চেনেনই না অর্পিতাকে, পার্থর কথা শুনে অবাক ইডি

SSC Scam: আজ ফের আদালতে পেশপার্থ-অর্পিতাকে, জেল হেফাজতের আবেদন করবে ইডি?

img

পার্থ-অর্পিতা

  2022-08-05 14:38:31

মাধ্যম নিউজ ডেস্ক: ২ দিনের হেফাজত শেষ হচ্ছে। আজ ফের আদালতে পেশ করা হবে এসএসসি কাণ্ডে (SSC Scam) ইডি-র (ED) হাতে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। ইডি সূত্রে খবর, এবার জেল হেফাজতের আবেদন জানানো হবে। আদালতে পেশ করার আগে, এদিন অবশ্য নিয়মমাফিকভাবে জোকা ইএসআই (Joka ESI) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় পার্থ-অর্পিতার (Partha Arpita)। হাসপাতাল থেকে বেরনোর সময় অর্পিতা জানান, তিনি ইডি-কে যা তথ্য দেওয়ার দিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: ১৮ জোড়া দুল, ১১টি বালা...! অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া সোনার পুরো তালিকা

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, জেরায় অর্পিতা সহযোগিতা করলেও, একেবারেই তা করছেন না পার্থ। ইডি সূত্রে দাবি, তথ্যপ্রমাণের সঙ্গে মিলছে না পার্থর বয়ান। জেরায় তথ্য গোপনের চেষ্টা করছেন প্রাক্তন মন্ত্রী। আদালতে এই বিষয়টি আজও জানানো হবে, দাবি ইডি সূত্রে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গতকাল পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল। জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেন পার্থ। জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক তো দূরের কথা, তাঁকে ভালোভাবে চেনেন না বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়।

ইডি সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীকে প্রশ্ন করা হয়, তিনি অর্পিতাকে চেনেন কিনা। জবাবে পার্থ জানান, না, তেমনভাবে নয়, অনেকেই তাঁর কাছে আসতেন। অর্পিতাকেও সেভাবে মাঝেমাঝে দেখেছেন। মুখোমুখি জেরায় পার্থকে প্রশ্ন করা হয়, অর্পিতা কি আপনার ঘনিষ্ঠ? সরাসরি অস্বীকার করে পার্থ জানান, নাকতলার পুজোয় দেখেছেন। ইডি-র তদন্তকারীরা প্রশ্ন করেন, অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধারের কথা পার্থ জানেন কিনা। জবাবে পার্থ জানান, তিনি শুনেছেন। প্রশ্ন করা হয়, ওই টাকা কি আপনার? জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান, একদমই না। তাহলে কার টাকা, প্রশ্ন করেন ইডি-র তদন্তকারীরা। জবাবে পার্থ জানান, কার টাকা, সেটা তাঁর জানা নেই।

আরও পড়ুন: শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার 'অপা'-য় হানা ইডির, সম্পত্তির খোঁজে মাটি খুঁড়ে তল্লাশি

Tags:

Partha Chatterjee

SSC recruitment scam

West Bengal news

Kolkata news

Teacher Recruitment scam

School Service Commission

ssc scam

bengal ssc scam

Arpita Mukherjee

Partha Chatterjee SSC scam

SSC scam ED probe

Enforcement Directorate SSC scam

ED grills Partha Arpita


আরও খবর


ছবিতে খবর