img

Follow us on

Friday, Nov 22, 2024

Partha Chaterjee: মাথায় লাগলে শান্তি পেতাম, পার্থকে জুতো ছুড়ে বললেন মহিলা

মালা দিয়ে বরণ করলে আপনাদের ভালো লাগত...

img

পার্থ চট্টোপাধ্যায়, সেই জুতো এবং সেই মহিলা। ফাইল চিত্র

  2022-08-02 15:04:22

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaterjee) লক্ষ্য করে জুতো ছুড়লেন এক মহিলা। জুতোর পাটিটা অবশ্য পার্থর গায়ে লাগেনি। মহিলার আফশোস, জুতোটা মাথায় লাগলে শান্তি পেতাম।

এদিন জোকা ইএসআই (ESI) হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল পার্থকে। নিয়ে যাওয়া হয়েছিল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও (Arpita Mukherjee)। ওই হাসপাতালেই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন এক মহিলাও। খুব কাছ থেকে পার্থকে দেখতে পেয়ে পা থেকে এক পাটি জুতো খুলে আচমকাই ছুড়ে মারেন পার্থকে লক্ষ্য করে। জুতোর পাটিটা অবশ্য পার্থর গায়ে লাগেনি। লাগে গাড়িতে। এর পরেই আফশোস করতে দেখা যায় ওই মহিলাকে। বলেন, জুতোটা মাথায় লাগলে শান্তি পেতাম।

জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি আমতলা এলাকায়। তাঁর একমাত্র মেয়ে উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করছে। কেন মারলেন জুতো? ওই মহিলা বলেন, রাগ ছিল। ওঁকে জুতো মেরে আমি শান্তি পেয়েছি। মালা দিয়ে বরণ করলে আপনাদের ভালো লাগত! এর পরেই গটগটিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করেন ওই মহিলা। পায়ের আর এক পাটি জুতো ফেলে খালি পায়েই হাঁটা দেন ওই মহিলা।

আরও পড়ুন : পার্থ-অর্পিতার পর এবার কাকে জেরা করতে চলেছে ইডি, জানেন?

হাসপাতাল সূত্রে খবর, পার্থ-অর্পিতাকে হাসপাতালে নিয়ে আসার সময় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল হাসপাতাল চত্বর। রোগী, রোগীর আত্মীয়, সাংবাদ মাধ্যমের কর্মী সব মিলিয়ে ভিড়ে ভিড়াক্কার। সেই সময় ওই মহিলা তাঁর এক আত্মীয়কে নিয়ে এসেছিলেন হাসপাতালে। ভিড়ের চোটে অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। তার পরেই উগরে দেন ক্ষোভ। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, এই ধরনের ঘটনা অনভিপ্রেত। ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হলে তা সমর্থনযোগ্য নয়। তবে এটায় বোঝা যাচ্ছে, এই সরকারের প্রতি মানুষের ক্ষোভ কতটা!  

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতিকাণ্ডে (SSC Scam) তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় ৫০ কোটিরও বেশি নগদ টাকা এবং সোনা। তা নিয়ে ক্রমেই বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ।

এদিনের ঘটনা কি তারই বহিঃপ্রকাশ?

আরও পড়ুন : তৃণমূলের হয়ে প্রচার অর্পিতার, প্রকাশ্যে ছবি, এর পরেও অস্বীকার করবে শাসক দল?

Tags:

Partha Chatterjee

SSC

ssc scam

Arpita Mukherjee

partha chaterjee

Joka ESI

esi hospital

esi

Bengali news  


আরও খবর


ছবিতে খবর