img

Follow us on

Saturday, Jan 18, 2025

Partha Chatterjee: হুইল চেয়ারে আইসিসিইউ রোগী! পার্থকে দেখে বিস্মিত হৃদরোগ চিকিৎসকদের একাংশ

SSC scam: সাংবাদিক জিজ্ঞেস করলেন, 'কেমন আছেন পার্থ দা?' বুকে হাত দিয়ে আইসিসিইউ রোগী মন্ত্রীমশাই জানান, তিনি ভালো নেই...

img

ভুবনেশ্বরের পথে পার্থ চট্টোপাধ্যায়

  2022-07-25 13:09:57

তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল: এসএসসি কাণ্ডে (SSC scam) ইডি (ED) গ্রেফাতারের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আইনজীবী জানান, তাঁর শারীরিক অবস্থা, এতটাই সঙ্কটজনক যে, মন্ত্রীমশাইকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতেই হবে। আর এরপরই শনিবার সন্ধ্যায় রাজ্যের শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদরোগের সমস্যায় আক্রান্ত হয়েই তিনি হাসপাতালে এসেছিলেন। তাঁকে আইসিসিইউ-তে (ICCU) ভর্তি করানো হয়। ভর্তির সময়ে তিনি হুইল চেয়ারে বসে হাসপাতালের ভিতরে যান। আবার সোমবার ভূবনেশ্বর যাওয়ার পথে, তিনি হুইল চেয়ারে (Partha Chatterjee wheel chair controversy) বসে সাংবাদিকদের 'কেমন আছেন পার্থ দা?' প্রশ্নের উত্তরে বুকে হাত দিয়ে জানান, তিনি ভালো নেই। অর্থাৎ, তিনি কথা বলতে ও শুনতে পাচ্ছেন। তিনি সজ্ঞানে আছেন। আর এতেই বেশ বিস্মিত হচ্ছেন চিকিৎসকদের একাংশ।

কার্ডিও-ভাস্কুলার শল্য চিকিৎসক কুণাল সরকারের (Dr Kunal Sarkar) কথায়, "সাধারণ হৃদরোগের সমস্যায় আইসিসিইউ-তে রোগীকে ভর্তি করতে হলে, তাঁর কথা বলা বা ইশারা করার মতো শারীরিক পরিস্থিতি থাকে না। অবস্থা জটিল হলে তবেই রোগীকে আইসিসিইউ-তে দেওয়া হয়। তবে, পার্থবাবুর রিপোর্ট আমি দেখিনি। তাই নিশ্চিত ভাবে উনি কতখানি অসুস্থ বলতে পারব না।" চিকিৎসকরা রোগী মনিটারিংয়ের জন্য অনেক সময় আইসিসিইউ-তে ভর্তি করেন, কিন্তু সেটা কয়েক ঘণ্টাতেই বোঝা যায়। পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থা কতখানি গুরুতর সেটা নিয়ে প্রশ্ন থাকছে এসএসকেএমের রিপোর্ট কিন্তু বলছে তাঁর অবস্থা স্থিতিশীল। স্থিতিশীল হলে কেন আইসিসিইউ-তে ভর্তি সেই উত্তর খুজে পাচ্ছেন না এসএসকেএমের প্রাক্তন ছাত্র ও বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক কবিউল হক।

আরও পড়ুন: এসএসকেএমে নয়, ভুবনেশ্বর এইমসেই স্বাস্থ্য পরীক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

হৃদরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, হৃদরোগে আক্রান্ত রোগীর সাধারণত কৃত্রিম অক্সিজেন, স্যালাইন প্রয়োজন হয়। বিশেষত, যে সব রোগীকে আইসিসিইউ-তে রাখার মতো গুরুতর সমস্যা হয়, তখন এই ধরণের প্রয়োজন হয়েই থাকে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এসব কিছুই হয়নি। এমনকি আইসিসিইউ রোগীকে স্ট্রেচারে করেই নিয়ে যাওয়া হয়। কারণ বসে থাকার মতো শারীরিক পরিস্থিতি থাকে না। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হুইল চেয়ারে বসে থাকা বেশ বিস্ময়কর বলেই তাঁদের মত। হৃদরোগ বিশেষজ্ঞদের প্রশ্ন, যে রোগী কথা বলা ও শোনার মতো অবস্থায় আছেন, সজ্ঞানে আছেন। বসতে পারছেন, তাকে আইসিসিইউ-তে ভর্তি রাখার কি প্রয়োজন কতখানি?

চিকিৎসকদের একাংশের কথায়, এরপর যদি কোনও সাধারণ রোগী সাধারণ উপসর্গ নিয়ে হাসপাতালে যান ও দাবি করেন, তাঁকে আইসিসিইউ-তে ভর্তি করাতে হবে, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ সামলাতে পারবে তো? না কি সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালের এতখানি তৎপরতার প্রয়োজন নেই? 

আরও পড়ুন: পার্থর শুনানিতে প্রভাবশালী তত্ত্ব, SSKM-এ ডনের মত আচরণ করছেন পার্থ, সওয়াল ইডির

Tags:

Partha Chatterjee

West Bengal news

Kolkata news

Enforcement Directorate

ED

SSC Recruitment

Teacher Recruitment scam

School Service Commission

Minister Partha Chatterjee

ssc scam

Partha Chatterjee AIIMS Bhubaneswar

Partha air ambulance AIIMS

Partha Chatterjee wheel chair controversy


আরও খবর


ছবিতে খবর