SSC scam: তদন্তে কোনও প্রকার সময় নষ্ট করতে রাজি নয় ইডি...
পার্থ-অর্পিতা (ফাইল)
মাধ্যম নিউজ ডেস্ক: ভোরেই ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর কোনও সময় নষ্ট না করে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সোজা সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ইডি তদন্তকারীরা। ফলে, এখন শিল্পমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুজনেরই বর্তমান ঠিকানা সিজিও কমপ্লেক্সের ইডি লক-আপ। পার্থ-অর্পিতাকে গতকাল রাতে ১০ দিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়ে দেন ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি বিচারক। তখনই, অর্পিতাকে হেফাজতে নিয়ে সিজিও কমপ্লেক্সের লক-আপে চালান করে ইডি। আজ সকালে ভুবনেশ্বর থেকে ফিরলে পার্থকেও সোজা সেখানেই নিয়ে যান ইডি আধিকারিকরা।
সূত্রের খবর, সময় নষ্ট একেবারেই করতে চাইছে না কেন্দ্রীয় তদন্তকারী দল। তাই, আজ থেকেই পার্থ ও অর্পিতার জেরা-পর্ব শুরু হচ্ছে বলে খবর। সেক্ষেত্রে পৃথক জেরার পাশাপাশি, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করারও একটা সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে, সেটা নির্ভর করছে তদন্তকারীদের ওপর। এদিকে, পার্থ-অর্পিতা জেরা ঘিরে এখন সিজিও কমপ্লেক্স চত্বর জুড়ে কড়া নিরাপত্তার বেষ্টনী। চারদিকে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, ভবনের সাত তলায় রাখা হয়েছে পার্থকে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতে পার্থ-অর্পিতা, ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরলেন মন্ত্রী
গতকাল পার্থর মেডিক্যাল রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই, মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে ইডি। আদালতে তদন্তকারী দল দাবি করে, পার্থ ও অর্পিতার যৌথ সম্পত্তি রয়েছে। মন্ত্রীর বাড়ি থেকেও অর্পিতার নামে বিভিন্ন সংস্থার নথি ও সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে বলে তদন্ত রিপোর্টে জানিয়েছে ইডি। তাদের মতে, এই দুজন বেআইনি আর্থিক কার্যকলাপের সঙ্গে জড়িত। গোয়েন্দারা সন্দেহ করছেন যে, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ২২ কোটি টাকা কিছুই নয়, বরং এর থেকেও বিপুল পরিমাণ টাকার হদিশ পাওয়া সম্ভব।
সেকারণে, দুজনকে হেফাজতে নেওয়া প্রয়োজন। তদন্তের সুবিধার্থে পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের তাদের হেফাজতে পাঠানো হোক। একইসঙ্গে, অর্পিতার জন্য ১৩ দিনের হেফাজতের আর্জি জানানো হয়। অন্যদিকে, জামিনের আবেদন করেছিলেন পার্থর আইনজীবী। এরপর মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠকে ১০ দিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়ে দেয় আদালত।
আরও পড়ুন: ক্রনিক সমস্যায় ভুগছেন পার্থ, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানিয়ে দিল এইমস