img

Follow us on

Sunday, Jan 19, 2025

Sukanta Majumdar: ‘সব ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে’, উদয়নকে মনে করালেন সুকান্ত

যদি এখনই দিনহাটায় ভোট হয়, তাহলে ৫০ হাজার ভোটে হারবেন উদয়ন...

img

কোচবিহারে সুকান্ত, নিশীথ।

  2023-03-01 13:21:08

মাধ্যম নিউজ ডেস্ক: সব ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। মঙ্গলবার কোচবিহার সফরে গিয়ে এ কথা বলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর বক্তব্যের অভিমুখ যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক তৃণমূলের উদয়ন গুহের (Udayan Guha) দিকে, তা বলার অপেক্ষা রাখে না। ঠিক চারদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়ি।

সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)...

মূলত ক্ষতিগ্রস্তদের দেখতেই এদিন কোচবিহারে আসেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন তৃণমূলের হামলায় জখম বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন সুকান্ত। তার পরেই উদয়নকে মনে করিয়ে দেন নিউটনের তৃতীয় সূত্রের কথা। তৃণমূলের হামলায় যেসব বিজেপি কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেন সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতি যখন এই কথাগুলি বলছিলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন নিশীথ। তিনিও একই আশ্বাস দেন।

নিউ কোচবিহার স্টেশনে নেমে সুকান্ত (Sukanta Majumdar) প্রথমে যান সাহেবগঞ্জের বিজেপি পার্টি অফিসে। অভিযোগ, সেদিন অশান্তির সময় বিজেপির এই পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছিল। পরে সুকান্ত চলে যান কালমাটিতে পরিমল বর্মণের বাড়ি। সেখান থেকে দিনহাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুন্না শাহের বাড়ি। সেদিন এই দুই বিজেপি কর্মী আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতি বলেন, দিনহাটার বিধায়ক কম্পার্টমেন্টাল বিধায়ক। গাড়ি ভর্তি করে লোক নিয়ে এসে আমাদের কর্মী-সমর্থকদের ওপর অত্যাচার ও বাড়িঘর ভাঙচুর করেছে। আমরা বারবার হুঁশিয়ারি দিচ্ছি, এখনও সময় আছে, শুধরে যান। না হলে আমাদের এমন ব্যবস্থা নিতে হবে যে তখন শুধরানোর সময় পাবেন না।

আরও পড়ুুন: এরপর যে নাম সামনে আসবে তাতে বিস্ফোরণ হবে, দাবি গোপাল দলপতির

সুকান্ত বলেন, মানুষের সমর্থন হারিয়ে ফেলেছেন উদয়ন গুহ। যদি এখনই দিনহাটায় ভোট হয়, তাহলে ৫০ হাজার ভোটে হারবেন উদয়ন। এর পরেই তিনি (Sukanta Majumdar) বলেন, ওঁর মনে রাখা উচিত, সব ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। আশা করি তিনি ভুলে গিয়েছেন। মনে না থাকলে দেওয়ালে লিখে রাখুন। সময় এলে আমরাও বুঝিয়ে দেব। নিশীথ বলেন, আমরা কথা দিয়েছিলাম, আমাদের কর্মীদের ওপর যদি আঘাত আসে, আমরা তাঁদের পাশে থাকব। তাই আমরা আজ এসেছি। তিনি বলেন, দলীয় কর্মীদের বিপদে আপদে সব সময় পাশে থাকব।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

bjp

tmc

Sukanta Majumdar

Bengali news

Udayan Guha

Nisith Pramanik