img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sukanta Majumdar: ‘দুধ দিলে ক্ষীর পাবে, কিন্তু...’, কাকে এমন হুঁশিয়ারি দিলেন সুকান্ত, জানেন?

পঞ্চায়েত নির্বাচন এভাবে চোখে চোখ রেখে হবে...

img

সুকান্ত মজুমদার।

  2022-11-07 15:10:47

মাধ্যম নিউজ ডেস্ক: দুধ দিলে ক্ষীর পাবে। কিন্তু অন্য কিছু দিতে এলে উপযুক্ত পরিণাম পাবে। শিলিগুড়ির সেবক রোডে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে একথা বলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Poll) বিজেপি যে তৃণমূলকে (TMC) এমনি এমনি মাঠ ছেড়ে দেবে না, এদিন সুকান্তের কথায়ই তা স্পষ্ট। ওই ভোটে প্রয়োজন পড়লে তৃণমূলকে ‘কোচবিহার দাওয়াই’ দেওয়ার হুঁশিয়ারিও দেন বালুরঘাটের অধ্যাপক-সাংসদ।

নতুন বছরের এপ্রিলের দিকে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। এর আগের পঞ্চায়েত ভোট হয়েছিল ২০১৮ সালে। সেই ভোটে পঞ্চায়েতের সিংহভাগ আসনে বিরোধীদের প্রার্থীই দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। যে কটি আসনে বিজেপি প্রার্থী দিতে পেরেছিল, সেখানেই জয়জয়কার হয়েছে পদ্ম-প্রার্থীদের।

তবে ২০১৮ সালের ওই নির্বাচনের সঙ্গে ২০২২ এর ফারাক যে বিস্তর, এদিন তা বুঝিয়ে দিয়েছেন সুকান্ত (Sukanta Majumdar)। সেটা বোঝাতে গিয়েই কোচবিহার দাওয়াইয়ের প্রসঙ্গ উল্লেখ করেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন শিলিগুড়ির ওই দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সুকান্ত বলেন, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হলে বর্তমান বিজেপি তা চুপ করে বসে দেখবে না। পুরসভার নির্বাচনের সময়ের বিজেপির সঙ্গে বর্তমান বিজেপিরও অনেক ফারাক। কিছুদিন আগেই তা বুঝিয়ে দেওয়া হয়েছে কোচবিহারে। এর পরেই হুঁশিয়ারির সুরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, দুধ দিলে ক্ষীর পাবে। কিন্তু অন্য কিছু দিতে এলে উপযুক্ত পরিণাম পাবে। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচন এভাবে চোখে চোখ রেখে হবে।

আরও পড়ুন: বিধানসভা উপনির্বাচনে ৪ আসনে জয়ী বিজেপি, কংগ্রেসের অবস্থান জানেন?

প্রসঙ্গত, নভেম্বরের তিন তারিখ, বৃহস্পতিবার কোচবিহারে হামলা হয় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে। ঘটনাটি ঘটে কোচবিহারের সিতাইয়ে। নিশীথের কনভয় যখন এলাকা দিয়ে যাচ্ছিল, তখন একদল লোককে আচমকাই লাঠিসোঁটা নিয়ে ওই এলাকায় জড়ো হতে দেখা যায়। তারা মন্ত্রীর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রশ্ন তোলেন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। সেদিন নিশীথও বলেছিলেন, ওই জনতার হাতে লাঠির পাশাপাশি পাথরও ছিল। পুলিশের উপস্থিতিতেই তারা এসব নিয়ে জমায়েত করেছিল। তিনি বলেছিলেন, কোনও মন্ত্রী তাঁদের সামনে আক্রান্ত হবেন, আর বিজেপির কর্মীরা তা বসে বসে দেখবেন, তা হবে না। নিশীথের সেই সুরই এবার শোনা গেল সুকান্তের (Sukanta Majumdar) গলায়ও!

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

bjp

tmc

Sukanta Majumdar

Bengali news  

sukanta majumdar attacks tmc

panchayat polls 2023

panchayat elections 2023


আরও খবর


ছবিতে খবর