img

Follow us on

Sunday, Jan 19, 2025

Poll Violence: হাওড়ায় দলের মহিলা প্রার্থীকে নিগ্রহের অভিযোগ নিয়ে তোপ সুকান্ত-শুভেন্দুর

'মণিপুরের মতো ঘটনা ঘটেছে বাংলায়, শুধু ভিডিয়ো হয়নি' বললেন সুকান্ত, ট্যুইটে শুভেন্দুর নিশানায় রাজ্য পুলিশ

img

শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।

  2023-07-22 09:38:58

মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরের মতোই বাংলাতেও একই ধরনের ঘটনা ঘটেছে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়ার পাঁচলায় দলের এক মহিলা প্রার্থীকে নিগ্রহ করার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তবে, পঞ্চায়েত ভোটের (Poll Violence) দিনের সেই ঘটনার কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়ে দেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। ওই মন্তব্যের জন্য ডিজির সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

সুকান্তর দাবি

শুক্রবার সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার বলেন, 'আজকে মণিপুরের ঘটনা নিয়ে সকলে উত্তেজনা সৃষ্টি করছে। মণিপুরে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা তার নিন্দা করছি।' এরপরেই হাওড়া জেলার দক্ষিণ পাঁচলা এলাকার একটি ঘটনার কথা তুলে ধরেন তিনি। সুকান্ত জানান, হাওড়া জেলার পাঁচলায় বিজেপির এক গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে নগ্ন করে ঘোরানো হয়েছে। বিজেপির প্রার্থী হওয়ার জন্য তাঁর সঙ্গে এরকম করা হয়েছে। তাঁর কথায়, 'এটা কি মণিপুরের থেকে কম দুঃখজনক ঘটনা? এই ঘটনার কোনও ভিডিয়ো নেই। কারণ, রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাজ্যের মানুষকে ভিডিয়ো করতে অনুমতি দেয় না।'

পুলিশের বক্তব্য

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনা প্রসঙ্গে পুলিশের ডিজি মনোজ  মালব্য বলেন, '১৩ তারিখে এক মহিলা ইমেইল মারফত আমাদের কাছে অভিযোগ করেন, ৮ তারিখ বুথের ভিতর তাঁকে মারধর করা হয়। তারপর তাঁর কাপড় ছিড়ে সম্মানহানিও করা হয়। কিন্তু তার আগে কোনও অভিযোগ আসেনি। এরপর এসপি রুরাল থানাকে নির্দেশ দেওয়া হয় এফআইআর করার জন্য। ১৪ তারিখ এফআইআর করে পুলিশ। তারপর থেকে আমরা তদন্ত করে দেখেছি। কিন্তু এরকম কোনও তথ্য পাওয়া যায়নি। সব বুথে পুলিশ ছিল। ভোটের দিন চারদিকে মানুষও ছিল। ওই এলাকার মানুষকেও জিজ্ঞাসা করা হয়, কিন্তু কেউ বলতে পারেনি এইরকম কোনও ঘটনা ঘটেছে বলে।'

আরও পড়ুন: ভারত সফরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি! এবার থেকে দ্বীপরাষ্ট্রেও চালু ইউপিআই

শুভেন্দুর ট্যুইট

ডিজির এই বক্তব্যের পরই এনিয়ে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা লিখেছেন, হাওড়ার পাঁচলার (Poll Violence) ঘটনা নিয়ে মিথ্যে বলছেন মমতা পুলিশের ডিজি। বিজেপির ওই মহিলা প্রার্থীর ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনুন। আর তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে যা বলা হচ্ছে তা বলার কারণ হল ওইসব তথ্যপ্রমাণ পেলে তা রাজ্য সরকারের বিড়ম্বনার কারণ হতো। তাই পুলিশ সেই তথ্যপ্রমাণ খুঁজে পায়নি।

ট্যুইটে শুভেন্দু ওই মহিলা প্রার্থীর বয়ানও জুড়ে দেন। সেখানে ওই মহিলা বিজেপি প্রার্থীর দাবি, 'বিজেপির প্রার্থী ছিলাম। আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে। উল্টে আমাকে চড়ও মেরেছে। থানায় অভিযোগ করতে পারিনি কারণ ওরা আমার বাড়িতে হুমকি দিচ্ছে। টিএমসির লোকেরা থ্রেট করছে। এখনও করে চলেছে। সকাল এগারোটা থেকে ছাপ্পা চালু হয়েছিল। আমাদের লোকজন ভোট দিতে পারেনি। চুলের মুঠি ধরে আমাকে বের করে দিয়েছে'।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

Suvendu Adhikari

Sukanta Majumdar

bangla news

Panchla BJP Candidate

DGP Manoj Malaviya


আরও খবর


ছবিতে খবর