img

Follow us on

Friday, Oct 18, 2024

Sukanta Majumdar: ‘এমন ঘটনা ঘটলে রেলমন্ত্রক হয়তো অন্য কিছু ভাববে’, বন্দে ভারতে পাথর প্রসঙ্গে বললেন সুকান্ত

ঢিল উপযুক্ত জায়গায় মারুন...

img

ফাইল ছবি।

  2023-01-04 19:39:37

মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) আসার কথা। কিন্তু এমন ঘটনা ঘটলে রেলমন্ত্রক হয়তো অন্য কিছু ভাববে। কথাগুলি যিনি বললেন, তিনি বিজেপির (Sukanta Majumdar) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত এবং রাজ্যের বিরোধী দলনেতা বিজেপিরই শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে এদিন বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা প্রসঙ্গে এমন মন্তব্য করেন সুকান্ত।

বন্দে ভারত এক্সপ্রেস...

মালদহের কুমারগঞ্জে ও নিউ জলপাইগুড়ি স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরের ঘায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটি। এদিন সেই প্রসঙ্গেই তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত  (Sukanta Majumdar) বলেন, সিএএ আইন বিরোধী আন্দোলনের সময় দেখা গিয়েছিল, এনআরসির ভয় দেখিয়ে ট্রেনে-ট্রেনে হামলা হয়েছিল। এখন বন্দে ভারতের সূচনায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জয় শ্রীরাম ধ্বনি ওঠার প্রতিশোধ নিতে এই ঢিল ছোড়া হচ্ছে না তো? এরপরেই সুকান্ত বলেন, আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাওয়ার কথা  ছিল বাংলার। সারা দেশে মোট ৪৭৫টি বন্দে ভারত চলার কথা। তিনি বলেন, কিন্তু এরকমভাবে এত সুন্দর একটা ট্রেন যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন রেলও হয়তো এ ব্যাপারে ভাববে।

আরও পড়ুুন: নতুন বছরে রেলমন্ত্রকের উপহার পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেন

বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) বলেন, বিজেপি বিধায়ক বা সাংসদরা যেখানে আছেন সেখানকার প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছে রাজ্য সরকার। পুলিশের এসপি কে হবেন, তাও ঠিক হয় ১৪তলা থেকে। এমন কী থানার ওসি কে হবেন, সেটাও ফিররহাদবাবুদের দ্বারা নিয়ন্ত্রিত হন। তাই ঢিল উপযুক্ত জায়গায় মারুন।

রাজ্যপালের সঙ্গে দেখা করার কারণ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, এ রাজ্যের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি আবাস যোজনা থেকে স্কুল সার্ভিস কমিশনে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তা জানিয়েছি। সঙ্গে এও বলেছি, এলাকার বিডিওরা নিপীড়িত বঞ্চিত মানুষের আক্রমণের শিকার হচ্ছেন।  তাঁদের ঘেরাও করা হচ্ছে। এই সব কিছুই তাঁর সামনে তুলে ধরেছি। সুকান্ত  (Sukanta Majumdar) বলেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস দীর্ঘ সময় প্রশাসনিক পদে আসীন ছিলেন। ফলত তিনি জানেন, রাজ্যের ঠিক কোথায় কী ঘটছে। বোমাচার থেকে শুরু করে গণধর্ষণ সমস্ত বিষয়ে নজর রাখছেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 

  

Tags:

bjp

Suvendu Adhikari

Sukanta Majumdar

Bengali news

 Vande Bharat Express


আরও খবর


ছবিতে খবর