img

Follow us on

Sunday, Sep 22, 2024

Murshidabad: কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, খুনিকে ফাঁসির সাজা

বহরমপুরে ছাত্রী খুনে ফাঁসির নির্দেশ দিল বহরমপুর আদালত

img

বাঁ দিকে খুনি সুশান্ত চৌধুরী এবং ডান দিকে মৃত সুতপা চৌধুরী। নিজস্ব চিত্র।

  2023-08-31 20:38:55

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের ২ মে বহরমপুর (Murshidabad) গোরাবাজারে একটি মেসের সামনে ছুরি দিয়ে, নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয় মালদার ইংলিশ বাজারের সুতপা চৌধুরীকে। আদালত আজ সুশান্তকে এই খুনের শাস্তি হিসাবে মৃত্যু দণ্ডাদেশ শুনিয়েছেন। খুনির শাস্তি ঘোষণায় স্বস্তি পেল পরিবার। 

ঘটনা কীভাবে ঘটেছিল (Murshidabad)?

সুতপা চৌধুরী বহরমপুর (Murshidabad) গার্লস কলেজের জিওলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি গোরাবাজারে একটি মেস ভাড়া নিয়ে পড়াশোনা করতেন। উল্লেখ্য সুতপার সঙ্গে মালদার বাসিন্দা সুশান্ত চৌধুরীর সম্পর্ক ছিল বলে জানা যায়। সুতপা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিল আর তার ফলস্বরূপ গত ২ মে ভর সন্ধ্যায় বহরমপুর গোরাবাজারে সুইমিং পুলের কাছে সুতপাকে, তার মেস থেকে ডেকে এনে, রাস্তায় ফেলে, নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে সুশান্ত চৌধুরী। সুতপার শরীরে ৪২ বার ছুরি চালিয়েছে সুশান্ত। ঘটনাস্থল থেকে সুশান্ত পালিয়ে গেলেও মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় ধরা পড়ে সুশান্ত। পরে সুশান্ত এই ঘটনার সমস্ত দোষ স্বীকার করে নেয়।

আদালতে ফাঁসির রায় ঘোষণা

গত পরশু মঙ্গলবার বহরমপুরে (Murshidabad) দ্রুত নিস্পত্তি আদালতে এই মামলার রায় শুনতে বহরমপুরের সাধারণ মানুষ আইনজীবী থেকে লক্লার্ক ভিড় জমান। এই আদালতের বিচারক গত সপ্তাহে বন্ধু প্রকাশ পাল খুনের অপরাধে উৎপল বেহারাকে ফাঁসির আদেশ দেন আদালত। সেই কারণে সুতপা চৌধুরী খুনের মামলায় বহরমপুরের বাসিন্দাদের আলাদা নজর ছিল। গত পরশু মঙ্গলবার বিকেলে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ২৮ অস্ত্র আইনে বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত সুশান্ত চৌধুরীকে বহরমপুরের তৃতীয় দ্রুত নিষ্পত্তি (ফাস্ট ট্র্যাক) আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সন্তোষ কুমার পাঠক সুশান্ত চৌধুরী ফাঁসির সাজা শোনান। সুশান্ত চৌধুরী ফাঁসির সাজা শোনার পরে আত্মীয় পরিজনদের দিকে তাকিয়ে কেঁদে ফেলেন। সুশান্তের আইনজীবী পীযূষ ঘোষ বলেন যে তার মক্কেল একজন মেধাবী ছাত্র, তার ভবিষ্যতের দিকে তাকিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেছিলাম, মহামান্য আদালত তার মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন। আইনজীবী আরও বলেন, রায়ের কপি পাওয়ার পর সুশান্তের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।   

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Murshidabad

berhampur


আরও খবর


ছবিতে খবর