img

Follow us on

Sunday, Jan 19, 2025

Suvendu Adhikari: ‘‘পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবেন’’! কাকে নিশানা করে এ কথা বললেন শুভেন্দু?

‘‘শ্যালিকার মত উনিও দেশের বাইরে পালাতে চাইছেন..’’, অভিষেককে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার

img

শুভেন্দু অধিকারী।

  2023-07-27 12:19:57

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার মানুষ খুব শীঘ্রই হিংসা-সন্ত্রাস-দুর্নীতি থেকে মুক্তি পাবেন। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে কলকাতায় ফিরে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পঞ্চায়েত ভোট নিয়ে ফের নিশানা করলেন রাজ্য নির্বাচন কমিশনারকে। আক্রমণ করলেন রাজ্যের শাসকদল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

বৈঠক নিয়ে ঠিক কী বলেছেন শুভেন্দু?

শুভেন্দু বলেন, ‘‘বৈঠকে কী হয়েছে, আপনাদের বলার জন্য নয়। বৈঠকের ছবিও পাননি, পাবেনও না। বৈঠকে যা হয়েছে, পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে। পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই আমরা সবাই মিলে চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবে।’’ 

অভিষেককে কটাক্ষ

সুপ্রিম নির্দেশের জন্য অভিষেকের সফরে সীমাবদ্ধতা থাকার ইস্যুতে এদিন শুভেন্দু বলেন, ‘‘এর আগে ওনার শ্যালিকা, অপর আরেক অভিযুক্তা ২২ সেপ্টেম্বর ২০২২ দেশের বাইরে পালিয়েছেন। আসার কোনও নামগন্ধ নেই। উনিও সপরিবারে পালাতে চাইছেন। আমার পক্ষ থেকে শুভনন্দন থাকল।’’ 'শুভনন্দন' অর্থাৎ শুভ-অভিনন্দন।  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে, দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেছিলেন। তাঁর উচ্চারিত শব্দ দিয়েই এদিন অভিষেককে কটাক্ষ করেন শুভেন্দু।

নারী নির্যাতন নিয়ে সরব

রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুভেন্দু বলেছেন, ‘‘পশ্চিমবাংলার মাতৃশক্তি, কিশোরী, বালিকারা অরক্ষিত এবং অত্যাচারিত। রাজ্য বিধানসভায় মহিলা সদস্যরা, ব্যাপক প্রতিবাদ করেছেন নারী নির্যাতন নিয়ে। পশ্চিমবঙ্গ মহিলা মোর্চা মাননীয় ফাল্গুনী পাত্রের নেতৃত্বে শ্যামবাজার ৫ মাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে ৪৮ ঘণ্টা ব্যাপী অবস্থানও শুরু করেছে। ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে, অত্যন্ত উদ্বিগ্ন-চিন্তিত। নারীদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা বিধানসভার ভিতরে ও বাইরে সর্বত্র লড়াই করছি।’’

আরও পড়ুন: ‘‘আমার তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে’’! কথা দিলেন প্রধানমন্ত্রী

নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ

নিয়োগ দুর্নীতির ইস্যুতে শুভেন্দু বলেন, ‘‘৭০টি পুরসভায় এবার চাকরি চুরি হয়েছে। বরানগর, কামারহাটি থেকে শুরু করে মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে এই চক্র সবথেকে বেশি কার্যকর ছিল। এই পুরসভার পুরপ্রধান এবং নিয়োগের সঙ্গে যুক্ত লোকেদের অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।’’ এমনকী, মানিক ভট্টাচার্য সিবিআই-এর অধিকাংশ প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন শুনেই শুভেন্দু বলেন, ‘‘পলিগ্রাফ টেস্ট করা উচিত।’’

কটাক্ষ রাজ্য নির্বাচন কমিশনারকে

এদিন ফের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সমালোচনা করেন শুভেন্দু। বলেন, ‘‘নির্বাচন কমিশন মানে রাজ্য নির্বাচন কমিশন, মানে রাজীবা সিনহা। ও তো মমতা বন্দ্যোপাধ্যায় পোষ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় লেখা দেওয়া হলফনামা দাখিল করছেন। বিরোধী দলনেতার বাস্তবের উপর দাঁড়িয়ে সত্য অভিযোগ খণ্ডন করছেন। তবে সিভিক ভলান্টিয়ার দিয়ে যে ভোট হয়েছে, সেটা টিভি ক্যামেরা, সাদা চোখে দেখা গিয়েছে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

 

Tags:

bjp

Madhyom

Suvendu Adhikari

Amit Shah

bangla news


আরও খবর


ছবিতে খবর