img

Follow us on

Friday, Nov 22, 2024

West Bengal Assembly: ‘রাজনৈতিক লিফলেট’! বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাবকে আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari: রাজ্য সরকার সত্যিই কি উত্তরবঙ্গের উন্নয়ন চায় না?...

img

শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)

  2024-08-05 16:11:05

মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার বিধানসভায় (West Bengal Assembly) বাংলা ভাগ বিরোধী প্রস্তাব তোলে শাসক দল। এ দিন প্রস্তাবটি পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই প্রস্তাবকে সমর্থন করলেও শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, কেউ এই বাংলা ভাগ চায়নি। শাসক দলের আনা প্রস্তাব আসলে রাজনৈতিক লিফলেট। প্রস্তাবের বিপক্ষে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু বলেন, “যে প্রস্তাব আনা হয়েছে, তা মনে হচ্ছে রাজনৈতিক দলের লিফলেট।” নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, “রাজ্য থেকে নির্বাচিত সাংসদ, মন্ত্রী কখনও কেউ রাজ্য বিভাজনের কথা বলেননি।” ‘অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রস্তাব’ আনার জন্য মন্ত্রী শোভনদেবকে অনুরোধ করেন শুভেন্দু (Suvendu Adhikari)।

কী বলছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা?

অন্যদিকে, দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা ‘মাধ্যম’-কে ফোনে বলেন, ‘‘বিজেপি উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন চেয়েছে। আমরা উত্তরবঙ্গের উন্নয়ন চাই। রাজ্য সরকার দীর্ঘ ১২-১৩ বছর ধরে উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে। উত্তর-পূর্ব উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছিলেন, উত্তরবঙ্গকে উত্তরপূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে যুক্ত করার, যাতে বিশেষ প্যাকেজ পায় এই অঞ্চল। কিন্তু রাজ্যের শাসক দল এটার অপব্যাখা করছে। সুকান্তবাবুর এমন উদ্যোগকে অপব্যাখা করে, পশ্চিমবঙ্গকে বিজেপি ভাগ করতে চায়, এধরনের একটা বিভ্রান্তকর বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। এর প্রতিবাদ আমরা জানিয়েছি বিধানসভায়।’’

সারবত্তাহীন বিবৃতি রাজ্যের মন্ত্রীর (West Bengal Assembly)

সোমবার সকালে বিধানসভার (West Bengal Assembly) অধিবেশন শুরু হওয়ার পরেই বিজেপি তরফে প্রথম বক্তব্য রাখেন দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক বুধিরাই টুডু। তিনি এদিন বিধানসভায় জানান যে সুকান্ত মজুমদারের মন্তব্যকে অপব্যাখা করা হচ্ছে। প্রস্তাবের পক্ষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিরোধী দল জানে না কী চায়। কেউ বলছেন রাজ্য চাই। কেউ বলছেন ভাগ চাই।” তবে রাজ্যের মন্ত্রীর এমন মন্তব্যের যে সারবত্তা একেবারেই নেই তা মেনে নিচ্ছেন সকলেই। রাজনৈতিক মহলের একাংশের মতে, ‘‘বিজেপি বারবার উত্তরবঙ্গের বঞ্চনার কথা তুলে ধরছে। উন্নয়ন চাওয়া মানেই তো রাজ্যভাগ নয়। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গকে বঞ্চনা করে আসছে বর্তমান রাজ্য সরকার।’’

রাজ্য সরকার সত্যিই কি উত্তরবঙ্গের উন্নয়ন চায় না?

প্রসঙ্গত, বালুরঘাট কেন্দ্র থেকে দ্বিতীয় বারের জন্য জিতে উত্তর-পূর্ব উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি, সুকান্তবাবু প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পগুলিকে উত্তর-পূর্ব ভারতের প্রকল্পগুলির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। এতেই রে রে করে মাঠে নেমে পড়েছে শাসক দল। বিজেপি বাংলা ভাগ করতে চাইছে বলে মিথ্যাচারও শুরু করে ঘাসফুল শিবির। এতেই প্রশ্ন উঠছে, রাজ্য সরকার সত্যিই কি উত্তরবঙ্গের উন্নয়ন চায় না?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

 

Tags:

Madhyom

Suvendu Adhikari

bangla news

Bengali news

west Bengal assembly

anti Bangla partition motion


আরও খবর


ছবিতে খবর