img

Follow us on

Sunday, Nov 24, 2024

Ramnavami: রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দারস্থ শুভেন্দু

বৃহস্পতিবার হাওড়ার শিবপুর ও উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর মিছিলের ওপর হামলা হয় বলে অভিযোগ

img

শুভেন্দু অধিকারী

  2023-03-31 14:54:28

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এই মর্মে প্রধান বিচারপতি টিএস শিবঙ্গনমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: 'সনাতন ধর্মের কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই', বললেন মোহন ভাগবত

বৃহস্পতিবার হাওড়ার শিবপুর ও উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর (Ramnavami) শোভাযাত্রায় হামলার অভিযোগ

বৃহস্পতিবার হাওড়ার শিবপুর ও উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলা হয় বলে অভিযোগ। রাম নবমীর (Ramnavami) মিছিল লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে শিবপুরের কাজিপাড়ায়। গত বছরও একই জায়গায় রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলা হয়েছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার মিছিল লক্ষ্য করে বোমা, পেট্রল বোমা, কাচের বোতল ছোড়া হয় বলে অভিযোগ। যাতে মিছিলে অংশগ্রহণকারী ১৫ – ২০ জন রামভক্ত আহত হয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা। রাম নবমীর হামলার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। টিয়ার গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

আরও পড়ুন: সদ্যোজাতের মুখ দেখতে লাগে ৫০০ টাকা! হাসপাতাল পরিদর্শনে এসে শুনলেন মহকুমা শাসক, কোথায় জানেন ?

রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী 

অন্যদিকে বৃহস্পতিবার একই রকম ঘটনা ঘটেছে বিহার সীমানা লাগোয়া উত্তর দিনাজপুরের ডালখোলায়। সেখানেও রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলা হয়।  এই ২ ঘটনার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্য প্রশাসন পক্ষপাতদুষ্ট। তাঁরা মিছিলে হামলাকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না। মুখ্যমন্ত্রী বলছেন, রমজান মাসে হামলাকারীরা কোনও খারাপ কাজ করতে পারে না। অথচ ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে হামলা কারা করেছে। তাই সিবিআই ছাড়া এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।


দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

ramnavami


আরও খবর


ছবিতে খবর