ড্যামেজ কন্ট্রোলে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারী
মাধ্যম নিউজ ডেস্ক: দেশের রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের জের। রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির (Akhil Giri) পদত্যাগ চেয়ে রাজভবন অভিযান করল বিজেপি। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাকি বিজেপি বিধায়করা রাজ্যপাল লা গণেশনের সঙ্গে দেখা করতে রাজভবনে যান। সেখান থেকে সাংবাদিকদের শুভেন্দু বলেন, "দ্রুত অখিল গিরির পদত্যাগের নির্দেশ দিতে হবে। না হলে আগামী বিধানসভা অধিবেশনে প্রতিবাদ জোরাল হবে।"
এদিন বিরোধী দলনেতা বলেন, "একজন মাতৃসমা মহিলার প্রতি কদর্য ভাষায় কী করে কথা বলতে পারেন? ৭২ ঘণ্টা কেটে গেলেও এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি ওই মন্ত্রীর বিরুদ্ধে। এখনও বরখাস্ত করা হয়নি অখিল গিরিকে। আমরা শনিবার থেকে রাজ্যপালকে মেইল করে বাধ্য হয়ে প্রায় ৫০ জন বিজেপি বিধায়ক এখানে এলাম। আজ রাজভবনে এসে আমরা লিখিতভাবে একটা দাবি জানালাম। এটা আমাদের আবেদন নয়। আমাদের দাবি। মুখ্যমন্ত্রী যখন কিছু করেননি, সংবিধান অনুযায়ী রাজ্যপালের অধিকার আছে, উনি পদক্ষেপ নিতে পারেন। ইম্ফল, চেন্নাই বা দিল্লি যেখানেই থাকুন, মুখ্যমন্ত্রীকে বলুন যেন মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রীকে স্যাক করেন। একজন রাষ্ট্রপতিকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতেই হবে। লিখিতভাবে জানিয়ে এসেছি। এটা না করলে বিজেপি, সামাজিক সংগঠন, সংবেদনশীল নাগরিক প্রত্য়েকে প্রতিবাদ করবে। বিধানসভার আগামী অধিবেশনের আগে যদি এই মন্ত্রী বরখাস্ত না হন, বিজেপির বিধায়করা শিষ্টাচার মেনে জোরাল প্রতিবাদ বিধানসভার ভিতরেও করবে। এটাও আমরা জানাতে চাই।"
আরও পড়ুন: রাজস্থানে নতুন রেল লাইনে বিস্ফোরণ, তদন্তে এনআইএ
উল্লেখ্য, কিছুদিন আগেই, নন্দীগ্রামে এক অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে অখিল গিরি বলেন, “বলে দেখতে ভালো নয়। কী রূপসী! কী দেখতে ভালো! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?” আর এই মন্তব্যের পরেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানায় বিজেপি।
এরপরেই, ড্যামেজ কন্ট্রোলে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, অখিল যে কথা রাষ্ট্রপতি সম্পর্কে বলেছে তা ঠিক হয়নি। ও অন্যায় করেছে। আমি দলের পক্ষ থেকে ও সরকারের পক্ষ থেকে ক্ষমা চাইছি। দলের তরফ থেকে অখিলের মন্তব্যের নিন্দা করা হয়েছে। তাঁকে সতর্কও করা হয়েছে। শুধু রং দিয়ে সৌন্দর্য্য বিচার করা যায় না। বর্তমান রাষ্ট্রপতিকে আমি খুবই সম্মান ও মর্যাদা করি। তিনি খুবই ভালো ও মধুর স্বভাবের মহিলা, তাঁকে খুবই পছন্দ করি আমি।"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: