img

Follow us on

Thursday, Sep 19, 2024

Suvendu Adhikari: ‘‘আদালতে দেখা হবে...’’, ধৃত ৪ ছাত্রকে আইনি সহায়তার আশ্বাস, পুলিশকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Nabanna Abhijan: ‘যদি কোনও আন্দোলনকারীকে পুলিশ মারে, তাহলে...’, নবান্ন অভিযান নিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার

img

নবান্ন অভিযানে ধৃতদের ছাড়াতে সবরকম সাহায্যের আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সংগৃহীত চিত্র

  2024-08-27 17:57:47

মাধ্যম নিউজ ডেস্ক: নবান্ন অভিযানে (Nabanna Abhijan) গ্রেফতার হওয়া আন্দোলনকারী ছাত্রদের সবরকম সাহায্য করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের ছাড়ানোর ব্যবস্থা করবেন তিনি। তার জন্য যা আইনি পদক্ষেপ প্রয়োজন এবং যত অর্থ খরচ হয়, তা বহন করবেন তিনিই, জনালেন শুভেন্দু নিজেই। একই সঙ্গে শুভেন্দু এও হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনও আন্দোলনকারীকে পুলিশ মারে তাহলে তিনি পথে নামবেন, দরকার পড়লে অবরোধে বসবেন।

চার ছাত্রকে ছাড়াতে সাহায্য 

আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান করছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই আন্দোলনের সঙ্গে যুক্ত চার ছাত্রের নিখোঁজ হয়ে যাওয়ার খবর এদিন সকালেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরে, বিরোধী নেতার কথাই সত্যি হয়। দেখা যায়, ওই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই চার ছাত্রের দায়িত্ব তিনি নেবেন। তাঁদের ছাড়ানো এবং আইনি সাহায্য তিনি করবেন। বিরোধী দলনেতা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘ছাত্রদের পরিবার মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ওখানেই দেখা হবে।’ শুভেন্দু আরও বলেন, ‘আজই কলকাতা হাইকোর্টে তাঁর আইনজীবীরা ওই মামলাটি পেশ করেছে। মামলা হবে মমতা পুলিশের বিরুদ্ধে। বিশেষ করে বিনীত গোয়েল (কলকাতা পুলিশ কমিশনার) আর রাজীব কুমার (রাজ্যপুলিশের ডিজি) এবং প্রবীণ ত্রিপাঠী (হাওড়ার পুলিশ কমিশনার)-এর বিরুদ্ধে।’ 

আন্দোলনকারীদের পাশে শুভেন্দু

একই সঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) এও হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনও আন্দোলনকারীকে পুলিশ মারে তাহলে তিনি পথে নামবেন, দরকার পড়লে অবরোধে বসবেন। শুভেন্দু জানান, তিনি হাওড়ায় রেলের গেস্ট হাউসে থাকবেন। নবান্ন চলোর (Nabanna Abhijan) ডাক দেওয়া ছাত্র সমাজের পাশেই তিনি রয়েছেন। আন্দোলন দমনের চেষ্টা হলে, কাউকে মারধর করা হলে রাস্তায় নেমে অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, ইতিমধ্যেই ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। চারজন ছাত্র নিখোঁজ ছিলেন। তাঁদের পরিবারকেও আগে খবর দেয়নি পুলিশ। সকলকে মুক্ত করানোর বিষয়ে আইনি সহায়তা প্রদান করা হবে। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তিনি যা করণীয় সব কিছুই করবেন। শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনও আন্দোলনকারীকে পুলিশ মারে তাহলে তিনি পথে নামবেন, দরকার পড়লে অবরোধে বসবেন।

আরও পড়ুন: শুভেন্দুর আশঙ্কাই হল সত্যি, নবান্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় চার ছাত্র গ্রেফতার

রাজনৈতিক দল নামলে কী করবে?

নবান্ন অভিযানের (Nabanna Abhijan) আগে পুলিশ বেশ কিছু জায়গায় ধরপাকড় করেছে। সে প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে শুভেন্দু (Suvendu Adhikari) বলেছেন, ‘‘অনেক জায়গায় গিয়েছে। শঙ্কর গুছাইত হাইকোর্টের রক্ষাকবচ পেয়েছিলেন। তাঁকেও টেনেহিঁচড়ে আটক করে নিয়ে গিয়েছে। মানুষ সব দেখছে। রাজ্য সরকার আজ ৪-৫ কোটি টাকা খরচ করেছে। ভালো ভালো রাস্তা খুঁড়েছে। এমনকী, গার্ডেনরিচ থেকে কন্টেনার এনে দ্বিতীয় হুগলি সেতুতে রেখেছে। এ রকম দেখেছেন কখনও? সবাই বলেছে অরাজনৈতিক মিছিল। তার পরেও এই সব। এর পরে রাজনীতির লোকেরা পথে নামলে কী করবে?’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Suvendu Adhikari

bangla news

nabanna abhijan

RG Kar Incident

RG Kar medical college and hospital

paschimbanga chhatra samaj


আরও খবর


ছবিতে খবর