বৃহস্পতিবার মোট ৬১ জন প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত আবেদনের শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। গ্রেফতার হয়েছেন শিক্ষা দফতরের ভিভিআইরা। ভুয়ো শিক্ষকদের তালিকাও প্রকাশ করেছে রাজ্য। আর এরই মাঝে বড় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তিনি ভুয়ো শিক্ষকদের উদ্দেশে বলেন, "কাকে চাকরির টাকা দিয়েছেন? ফেরত পেতে আমাকে জানান।" চাকরি হারানো প্রার্থীদের উদ্দেশে বিচারপতি পরামর্শ দিলেন, টাকা ফেরত পেতে চাইলে তাঁকে জানাতে পারেন তাঁরা।
বৃহস্পতিবার মোট ৬১ জন প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত আবেদনের শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসে। এদিন আদালতে তাঁদের নথি খতিয়ে দেখা হয়। এদের মধ্যে ৫৯ জন তাঁদের চাকরি ফিরে পাওয়ার সপক্ষে কোনও যুক্তি দেখাতে পারেন নি। তাই তাঁদের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখা হয়। বাকি ২ জন শিক্ষকের নথি খতিয়ে দেখতে আরও সময় চেয়েছে আদালত। তাঁদের মামলা পরবর্তী শুনানির দিন শোনা হবে।
প্রসঙ্গত, বুধবারই ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের (Abhijit Ganguly) চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আরও ৫৯ জনের চাকরি বাতিল করা হল। এর আগে ডিসেম্বর মাসেও প্রাথমিকে কর্মরত ৫৩ জনের চাকরি বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ২৫৫ জনের চাকরি বাতিল করা হল।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) আইনজীবীদের বলেন, "আপনাদের মক্কেলরা যে টাকা দিয়ে চাকরি পেয়েছিল আপনারা জানেন? কাকে টাকা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য? সেই কথা কি আপনাদের জানিয়েছে? এখন কি তারা টাকা ফেরত পেতে চায়? প্রয়োজনে আমাকে জানাতে পারেন।"
বিচারপতির এহেন মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কৌতূহলী হয়ে উঠেছেন সবাই। তাহলে কী এভাবেই সর্বস্ব খোয়ানোর হাত থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বাঁচাতে চাইছেন ভুয়ো শিক্ষকদের? নাকি দুর্নীতি চক্রের শেকল ভাঙতে এই মন্তব্য!
Tags: