img

Follow us on

Friday, Nov 22, 2024

TET Exam 2022: বায়োমেট্রিক অ্যাটেনড্যান্স, ফেস স্ক্যান, ভিডিওগ্রাফি, নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থায় টেট পরীক্ষা

শুধু পরীক্ষা কেন্দ্রের বাইরে নয়, পরীক্ষা কেন্দ্রের ভেতরেও থাকবে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা। 

img

প্রাথমিক টেট

  2022-11-08 18:33:53

মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল রাজ্য রাজনীতি। চলছে দফায় দফায় চাকরি প্রার্থীদের আন্দোলন। একদিকে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে চরম টানাপোড়েন চলছে ঠিক তখনই ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার। প্রায় কয়েক লক্ষ চাকরি প্রার্থী আবেদন করেছেন। বিতর্কের মাঝে সুষ্ঠভাবে পরীক্ষা নেওয়াটাই একটা চ্যালেঞ্জ মধ্যশিক্ষা পর্ষদের কাছে। টান টান করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভিডিওগ্রাফি, ফেস রেকগনিশন থেকে শুরু করে বায়োমেট্রিক অ্যাটেনড্যান্স, একাধিক নিরাপত্তা বলয় থাকছে পরীক্ষা কেন্দ্রগুলিতে।    

রাজ্যের বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্র তৈরি করা হবে। এই বিষয় নিয়ে বৈঠকও করে ফেলেছে মধ্য শিক্ষা পর্ষদ। কিছুদিন আগেই নতুন করে টেট পরীক্ষা নেওয়ার প্রতিবাদে সরব হয়েছিলেন আন্দোলনকারীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন। ধর্মতলা চত্ত্বরে চাকরি প্রার্থীদের আন্দোলন ৬০০ দিন পার করেছে। তাঁরা তাঁদের নিয়োগ পত্রের দাবিতে অনড়। কিন্তু পর্ষদ সেই দাবি অগ্রাহ্য করেই ডিসেম্বরে টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: এবার তাপস মণ্ডলের দুই হিসাব রক্ষককে তলব ইডির

জানা গিয়েছে, বায়োমেট্রিক অ্যাটেনড্যান্স-এর মাধ্যমে পরীক্ষার্থীদের ফেস এবং সই স্ক্যান করা হবে। পরীক্ষা কেন্দ্রে যাতে কোনও ভাবেই ভুয়ো পরীক্ষার্থী ঢুকতে না পারে, তাই এই ব্যবস্থা। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই থাকবে এই সুরক্ষা ব্যবস্থা। তবে শুধু পরীক্ষা কেন্দ্রের বাইরে নয়, পরীক্ষা কেন্দ্রের ভেতরেও থাকবে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা।    

পরীক্ষার সময় কোনও রকম বিশৃঙ্খলা এড়াতেও বিশেষ ব্যবস্থা থাকবে। এইসব বিশেষ ব্যবস্থার জন্য কোটি কোটি টাকা খরচ করা হবে। নিরাপত্তা বিষয়ে কোনও কার্পণ্য করতে রাজি নয় পর্ষদ। পাশাপাশি সিলেবাসের ক্ষেত্রেও আনা হয়েছে একাধিক বদল। মোট ১৫০ টি প্রশ্নের উত্তর করতে হবে।   

সময় থাকবে ১৫০ মিনিট। থাকবে না কোন নেগেটিভ মার্কিং। ১৫০ নম্বরের প্রশ্ন থাকবে। সাম্প্রতিক সময়-এর নিরিখে এ বছর প্রাথমিকের টেটকে কেন্দ্র করে বিশেষভাবে সতর্ক হতে চাইছে পর্ষদ। তার জন্যই নিরাপত্তা সংক্রান্ত এই পদক্ষেপ বলেই দাবি পর্ষদের আধিকারিকদের। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

      

 

 
 
 

Tags:

TET Exam

Face Scan

Finger Print Scan


আরও খবর


ছবিতে খবর