পর্ষদের কাছে আগেই এই তথ্য চেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সিবিআই।
টেট আন্দোলন
মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের দিকে আরও এক ধাপ অগ্রসর হলেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৪-এর টেট (TET) উত্তীর্ণদের নম্বরের তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণদের নম্বরের ব্রেক আপ প্রকাশ করা হয়েছে সোমবার।
২০১৪ সালে টেট (TET) পাশদের ২০১৬ ও ২০২০ সালে নিয়োগ হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। কলকাতার রাজপথে আন্দোলনে নামেন চাকরিপ্রার্থীরা। দায়ের করা হয় মামলা। মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০১৪ সালে যাঁরা টেট পাশ করেছেন, তাঁরা লিখিত, মৌখিক পরীক্ষায় কত পেয়েছেন, স্পষ্ট উল্লেখ করে তালিকা প্রকাশ করতে হবে। সেইমতোই তালিকা প্রকাশ করল পর্ষদ।
আরও পড়ুন: জামিনের পর এবার মামলা খারিজের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট
২০১৪ সালের টেটে (TET) ৪২ হাজার ৯৪৯ জনের শূন্যপদে নিয়োগ হয়েছে। তাঁদেরই প্রাপ্ত নম্বরের তালিকা এদিন প্রকাশিত হয়েছে। ব্রেক আপ স্কোরে রয়েছে টেটের স্কোর, মাধ্যমিকের স্কোর, উচ্চমাধ্যমিকের স্কোর, ট্রেনিং স্কোর, ভাইভার নম্বর, অ্যাপ্টিটিউড টেস্টের নম্বর। মোট ১২৮১ পাতার একটি পিডিএফ ফাইল প্রকাশ করা হয়েছে।
পর্ষদের কাছে আগেই এই তথ্য চেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সিবিআই। সিবিআইয়ের তলবের পরই জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল বা ডিপিএসসিকে (DPSC) ডেডলাইন বেঁধে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। দ্রুত এক্সেল ফরম্যাটে প্রত্যেকের নিয়োগ তথ্য ইমেল করতে বলা হয়েছিল পর্ষদে। টেটের (TET) রোল নম্বর, টেট পাশের সার্টিফিকেট-সহ, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি জমা দিতে বলা হয়েছিল। আদালতই এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। এর আগেও ২০১৪ সালের টেট উত্তীর্ণ ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ জনের নম্বর প্রকাশ করেছে পর্ষদ। কিন্তু সেই তালিকা ‘অসম্পূর্ণ’ বলে অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীরা। দীর্ঘ ৮ বছরের লড়াইয়ের পর প্রকাশিত হল তালিকা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: