মালদায় একী কাণ্ড! স্ত্রী, মেয়েকে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে
গাজোল থানা (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: পরপর তিন কন্যা সন্তান হওয়ায় নিজের সন্তান ও স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। যদিও অভিযোগ মিথ্যে বলে দাবি জানাচ্ছেন অভিযুক্ত স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা (Malda) জেলার গাজোল থানার গোসানিবাগ এলাকায়। গৃহবধূ ও তাঁর এক মেয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুই মেয়ে বাড়ি থেকে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার (Malda) গাজোল থানার আলতোর গ্রামের যুবতী অর্পিতা মণ্ডল ভালোবেসে গোসানিবাগ এলাকার দীপক মণ্ডলের সঙ্গে ১২ বছর আগে তাঁরা বিবাহ করেন। বিয়ের পর তিন কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। তারপর থেকেই অত্যাচার বেড়ে যায় ওই গৃহবধূর ওপর বলে অসুস্থ বধূর পরিবারের সদস্যদের দাবি। এই নিয়ে একাধিকবার গৃহবধূকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ। রবিবার রাতে গৃহবধূ ও তাঁর তিন কন্যা সন্তানকে কীটনাশক খাওয়ানোর চেষ্টা করে অভিযুক্ত বাবা। অভিযুক্ত বাবা তাঁর এক মেয়ে ও তাঁর স্ত্রীকে যখন কীটনাশক খাওয়াচ্ছিলেন তা দেখে দুই কন্যা সন্তান সেখান থেকে পালিয়ে গিয়ে গ্রামবাসীদেরকে বিষয়টি জানান। গ্রামবাসীরা তড়িঘড়ি ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় এক কন্যা মেয়ে ও তাঁর মাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দুজনকে।
এই বিষয়ে মালদার (Malda) গাজোল থানায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই গৃহবধূর পরিবারের সদস্যরা। অসুস্থ গৃহবধূর বাবা গণেশ মণ্ডল বলেন, মেয়ের পরপর তিন কন্যা সন্তান হওয়ায় অপরাধ। আমার মেয়েকে দীর্ঘদিন ধরে অত্যাচার করে চলেছে জামাই। গতকাল রাতে আমার মেয়ে এবং তিন নাতনিকে কীটনাশক খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে। সেই সময় দুই নাতনি সেইখান থেকে পালিয়ে গ্রামবাসীদেরকে বিষয়টি জানাই। নাহলে আরও বড় বিপদ হতে পারত। থানায় অভিযোগ করেছি। জামাইয়ের উপযুক্ত শাস্তি চাই।
অভিযুক্ত যুবক দীপক মণ্ডল বলেন, স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে আমার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই বিষয়টি জানাজানি হতেই আমার স্ত্রী আমার মেয়েদেরকে কীটনাশক খাইয়ে আত্মহত্যা চেষ্টা করে। আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে আমার শ্বশুরবাড়ির লোকজন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: