CID: সিআইডির জেরার আগে কেন প্রাণনাশের আশঙ্কা করলেন অর্জুন?
তৃণমূলকে তোপ দাগলেন অর্জুন সিং (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল সরকার এবং তার এজেন্সি সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। সাড়ে চার কোটি টাকা টেন্ডার দুর্নীতির অভিযোগে প্রাক্তন সংসদ অর্জুন সিংকে আগেই নোটিশ দিয়েছিল সিআইডি। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু হাইকোর্টও তাকে সিআইডির (CID) মুখোমুখি হওয়ার নির্দেশ দেয়। বৃহস্পতিবার সকাল ১১ টার মধ্যে অর্জুন সিংকে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সিআইডি। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি।
তিনি (Arjun Singh) বলেন, ‘‘অর্জুন সিং, শুভেন্দু অধিকারীর মতো আরও চারজন বিজেপি নেতাকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে। এদিন ভবানি ভবনে সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের।’’ তিনি আরও বলেন, ‘‘বিশ্বস্ত সূত্র মারফত আমি খবর পেয়েছি, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংয়ের মতো লোকেদের ওরা কোনওভাবে আটকাতে পারছে না। তখন মেরে ফেলার চক্রান্ত হয়েছে। এমন কেমিক্যাল রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে, যা দিয়ে মেরে ফেলা হবে।” কিন্তু কীভাবে কাজ করবে সেই কেমিক্যাল? অর্জুনের বক্তব্য, “তদন্তের নামে ডেকে সিআইডি এই কাজ করবে। এই কেমিক্যালটা শরীরে স্পর্শ করলেই বিষ ঢুকবে শরীরে। ধরুন টেবিল চেয়ারে স্প্রে দেওয়া হল। সেই টেবিল-চেয়ারে আপনার হাত লাগলেই ৬ মাসের মধ্যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাবে।’’ তাঁর দাবি, ‘‘একটা মিথ্যা মামলায় তাঁকে হেনস্থা করা হচ্ছে। যেহেতু শুভেন্দু অধিকারী ও তাঁর মতো নেতা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে থাকেন, তাই মাঠে-ময়দানে কিছু করা যাচ্ছে না। তাই এই কৌশল নেওয়া হয়েছে।’’
আরও পড়ুন: নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার পরেও দেড় কোটি টাকা ঢুকেছিল কুন্তলের অ্যাকাউন্টে!
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।