img

Follow us on

Saturday, Jan 18, 2025

Mousuni Island: নেই শহর জীবনের ব্যস্ততা, হাতের কাছেই অপরূপ সুন্দর সি-বিচ 'মৌসুনী আইল্যান্ড'

অখণ্ড নির্জনতা, দূষণমুক্ত পরিবেশ আর অনাবিল প্রকৃতির নাম 'মৌসুনী আইল্যান্ড'

img

অপরূপ সুন্দরী ভার্জিন সি বিচ 'মৌসুনী দ্বীপ' বা 'মৌসুনী আইল্যান্ড'। ফাইল ছবি

  2023-09-08 16:54:01

মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের উপকূল পর্যটন মানচিত্রে একেবারে নতুন না হলেও এখনও দিঘা, মন্দারমণি, বকখালির মতো পরিচিতি বা জনপ্রিয়তাও লাভ করেনি দঃ ২৪ পরগনার একেবারে প্রান্তিক অঞ্চলের এই অপরূপ সুন্দরী ভার্জিন সি-বিচ "মৌসুনী দ্বীপ বা মৌসুনী আইল্যান্ড" (Mousuni Island)। এখনও এখানে প্রবেশ করেনি শহরের ব্যস্ত জীবনের বিরামহীন পথচলা। এখনও এখানে তাই স্বমহিমায় বিরাজ করে অখণ্ড নির্জনতা, দূষণমুক্ত পরিবেশ আর অনাবিল প্রকৃতি। বঙ্গোপসাগরের ঊর্মিল তরঙ্গ লহরী এখানে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে প্রকৃতিপ্রেমী পর্যটককে। বিস্তীর্ণ সোনালি বালি আকৃষ্ট করে হৃদয়।

এই দ্বীপের (Mousuni Island) ইতিহাস

মৌসুনী দ্বীপের আবার একটা ইতিহাস আছে। এই সুন্দর দ্বীপটিকে জনমানসে পরিচিতি এনে দেওয়ার কৃতিত্বের অন্যতম দাবিদার কিন্তু বৃটিশরা। মূলত বৃটিশ আমলে এই দ্বীপটিকে ইংরেজরা ব্যবহার করত লবণ এবং শুকনো মাছ আনা-নেওয়ার কাজে। প্রথম এই দ্বীপটি (Mousuni Island) সম্পর্কে লিখিত প্রতিবেদন প্রকাশিত হয় "দি হিন্দু" পত্রিকায়। মূলত নীল সাগরের শোভা, বালুকাবেলা এই সৈকতের আকর্ষণ। সঙ্গে উপরি পাওনা গ্রাম্য পরিবেশ, জেলেদের মাছ ধরা, নদী, সবুজ ধানের ক্ষেত-এসবের  আকর্ষণও নেহাৎ কম নয়।

কীভাবে যাবেন (Mousuni Island)?

মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য প্রথমে আসতে হবে নামখানা। এখান থেকে হাতানিয়া নদী পেরিয়ে (বর্তমানে এই নদীর ওপর সেতু হয়ে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়ে গেছে) বকখালি যাওয়ার পথে খানিকটা এগিয়ে যেতে হবে বাগডাঙা খেয়াঘাট। মূল সড়ক থেকে খেয়াঘাট অবধি যাচ্ছে টোটো। গাড়ি নিয়ে গেলে এখানে খেয়াঘাটের কাছে গাড়ি রাখার জন্য গ্যারেজের ব্যবস্থাও  আছে। সড়ক বা বাস স্টপ থেকে খেয়াঘাট অবধি যেতে সময় লাগে কম-বেশি ৩০ মিনিট। এবার গাড়ি এপাড়ে রেখে খেয়া নৌকায় নদী পেরিয়ে নদীর এপাড়ে এসে সেখান থেকে আবারও টোটোতে প্রায় ১৫-২০ মিনিটের পথ মৌসুনী দ্বীপ বা মৌসুনী আইল্যান্ড (Mousuni Island)।

কোথায় থাকবেন (Mousuni Island)?

বর্তমানে এখানে (Mousuni Island) সাগরের কূলে বেশ কিছু টেন্ট তৈরি হয়েছে পর্যটকদের থাকার জন্য। এই টেন্টগুলিতে খাওয়ার ব্যবস্থাও আছে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

west bengal tourism

mousuni island

sea beach near kolkata


আরও খবর


ছবিতে খবর