img

Follow us on

Saturday, Jan 18, 2025

Mukesh Ambani: ২০ কোটি টাকা না পেলে গুলি করে হত্যা! হুমকি-চিঠি মুকেশ আম্বানিকে

ইমেলে মুকেশ আম্বানিকে খুনের হুমকি! চাঞ্চল্য মুম্বইজুড়ে...

img

মুকেশ আম্বানি। সংগৃহীত ছবি।

  2023-10-28 16:41:02

মাধ্যম নিউজ ডেস্ক: ২০ কোটি টাকা না পেলে গুলিতে ঝাঁঝরা করে খুন করা হবে। ঠিক এই ভাবেই ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি, মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর পরই মুম্বই পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন রিলায়েন্স কর্তা। এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গেছে দেশজুড়ে।

কীভাবে ঘটল ঘটনা (Mukesh Ambani)?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) হত্যার হুমকি দেওয়া হয়। খুনের হুমকি-চিঠি আসে একটি ইমেলে। সেখানে বলা হয়, ২০ কোটি টাকা দিতে হবে, আর যদি টাকা না দেওয়া হয়, তাহলে গুলি করে হত্যা করা হবে। হুমকি চিঠি পেয়েই পুলিশের দ্বারস্থ হয় আম্বানি পরিবার। বিষয়টির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তদন্ত শুরু করেছে পুলিশ। আইপিসির ধারা ৩৮৭ এবং ৫০৬ (২) ধারার অধীনে একটি মামলা দায়ের করেছে। বর্তমানে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আগেও হুমকি দেওয়া হয়েছিল

সূত্রের খবর, গতবছরও প্রাণনাশের হুমিকে পেয়েছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। পূর্বে ২০২১ সালে, তাঁর বাড়ির সামনে একটি গাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল। পুলিশ গাড়ি থেকে ২০টি জেলটিন স্টিক এবং একটি চিঠি উদ্ধার করেছিল। সেই চিঠিতেই মুকেশ আম্বানি এবং পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এবারে ইমেলের মাধ্যমে হুমকিতে ফের উতেজনা ছড়িয়েছে।

বহুজাতিক সংস্থা রিলায়েন্স

১৯৫৮ সালে রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন, ধীরুভাই আম্বানি প্রতিষ্ঠা করেছিলেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড হল, একটি ভারতীয় বহুজাতিক ব্যবসায়ী সংস্থা। এই সংস্থার কেন্দ্রীয় অফিস হল মুম্বই শহরে। তাঁদের (Mukesh Ambani) ব্যবসায়িক উপাদানের মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, প্রাকৃতিক গ্যাস, খুচরা, টেলিযোগাযোগ, গণমাধ্যম, টেক্সটাইল ইত্যাদি। উল্লেখ্য, এই কোম্পানি তার বাজারের মূলধন এবং রাজস্বের বিচারে বর্তমানে বিশ্বের ১০০ বৃহত্তম কোম্পানির অন্যতম।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

threat

Mukesh Ambani

Reliance Industries Limited


আরও খবর


ছবিতে খবর