মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই শাসকদলের (TMC) গোষ্ঠীকোন্দল তুঙ্গে উঠেছে। জেলায় জেলায় তৃণমূল ছাড়তে দেখা গিয়েছে তৃণমূলের পুরনো কর্মীদের। রবিবার একই ঘটনা সামনে এল জলপাইগুড়ি জেলায়। অভিষেক ব্যানার্জীর গাইডলাইন না মেনে টাকার বিনিময়ে প্রার্থী করা হলে, তারা নির্দল হয়ে মনোনয়ন পেশ করবেন, এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল জেলার রাজগঞ্জ ব্লকের বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের। আর এতেই প্রার্থী নিয়ে রাজগঞ্জে প্রকাশ্যে এল তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
টাকার বিনিময়ে প্রার্থীর অভিযোগ
গত ২২ মে যৌথভাবে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন তৃণমূলের (TMC) এসসি, এসটি এবং ওবিসি সেলের সদস্যরা। উপস্থিত রাজগঞ্জে তৃণমূল নেতা জাফিরুল হক। সেইদিন তাঁদের অভিযোগ ছিল, জলপাইগুড়ি জেলায় নবজোয়ার কর্মসূচি চলাকালীন যে ভোটের আয়োজন করা হয়েছিল, তাতে যারা জিতেছিল তাদেরকে মান্যতা না দিয়ে আলাদা বৈঠক করে টাকার বিনিময়ে প্রার্থী করা হচ্ছে। এরপর প্রায় দু সপ্তাহের বেশি সময় অতিক্রম হয়েছে। জেলা এবং রাজ্য নেতৃত্বের কাছ থেকে কোনও রকম সদুত্তর না পেয়ে এবার নিজেরাই আলাদা করে ভোটে লড়ার চুড়ান্ত প্রস্তুতি নিতে দেখা গেল বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের।
সোমবার আলাদাভাবে মনোনয়ন পেশ করার কথা বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের
রবিবার বিকেলে কুকুরযান অঞ্চলে এক গোপন ডেরায় বৈঠকের পর তৃণমূলের বিক্ষুব্ধ নেতা কর্মীদের সাফ বক্তব্য সোমবার তারা নিজেদের মতো করে মনোনয়ন পেশ করবেন। এই ঘটনায় আদি ও নব্য তৃণমূল কর্মীদের বিবাদ প্রকাশ্যে চলে এল। দলের পুরনো কর্মী বসিরুদ্দিন আহমেদ বলেন, ‘‘অভিষেক ব্যানার্জীর নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে মেনে আমাদের এখানে প্রার্থীকে জিতিয়েছি। এবার তাদের নাম যদি প্রার্থী তালিকায় না থাকে তবে আমরা নির্দল হয়ে মনোনয়ন জমা দেব।’’ বর্ষীয়ান তৃণমূল (TMC) কর্মী রফিকুল ইসলাম বলেন, ‘‘আমাদের এখানে জ্যোৎস্না বেগম ৬-২ ভোটে জিতেছে। আমাদের আশঙ্কা তাকে প্রার্থী না করে টাকার বিনিময়ে অন্য কাউকে প্রার্থী করা হচ্ছে, যা আমরা কোন ভাবেই মেনে নেব না। আমরা আগামীকাল মনোনয়ন দাখিল করবো।’’ ঘটনায় তৃনমূলের রাজগঞ্জের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জী জানিয়েছেন আমরা মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জীর ছবি নিয়ে রাজনীতি করি। তাই আমাদের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ নেই। দল যেভাবে বলবে সেই ভাবেই প্রার্থী দেওয়া হবে।
আরও পড়ুুন: অনুব্রতর গড়ে ভাঙন ধরাল বিজেপি! দলত্যাগ তৃণমূল প্রধান সহ কয়েকশো কর্মীর
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours