img

Follow us on

Sunday, Jan 19, 2025

TMC: বাসন্তী, কুলতলিতে ফের দুজন তৃণমূল কর্মী খুন, জেলাজুড়ে শোরগোল

TMC: ভোটের সন্ত্রাসের বলি আরও ২, কলকাতা হাসপাতালে মৃত্যু জখম তৃণমূল কর্মীর

img

মৃত তৃণমূল কর্মী (নিজস্ব চিত্র)

  2023-07-09 12:30:15

মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের সন্ত্রাসে রাজ্যে আরও দুই তৃণমূল (TMC) কর্মীর মৃত্যু হল। দুটি ঘটনায় ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। একটি বাসন্তী, আর অন্যটি কুলতলি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আলি আজগর লস্কর (৬২) এবং আবু সালেম খান (৪৮)। শনিবার গভীর রাতে কলকাতা হাসপাতালে আজগরের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রবিবার সকাল থেকে উত্তেজনা রয়েছে। ইতিমধ্যেই মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আর আবু সালেমকে বুথের সামনে গুলি করে খুন করা হয়।

ঠিক কী ঘটনা ঘটেছে?

বাসন্তীর রাধারাণীপুর এলাকায় ২৪১ নম্বর বুথে আরএসপির সংগঠন ভাল। তৃণমূলের (TMC) বিরুদ্ধে আরএসপি প্রার্থী দিয়েছে।  সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছিল। ভোটের পর পরই ব্যালট বক্স ছিনতাইকে কেন্দ্র করে গণ্ডগোল বাধে। অভিযোগ, বুথ থেকে ভোটের ব্যালট বাক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আরএসপি আশ্রিত দুষ্কৃতীরা। তখনই তৃণমূল কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে আর এস পি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। বুথের সামনে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। গাড়ি ভাঙচুর করে ব্যালট বাক্স বের করে নেয়। তাতে বাধা দেয় তৃণমূল। তখনই দুপক্ষের মধ্যে ব্যাপক অশান্তি হয়। এই ঘটনায় উভয় পক্ষের মোট ৮ জন  আহত হয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে। পরে, তৃণমূল কর্মী আজগরসাহেবের অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, কুলতলির জালাবেড়িয়া-১ পঞ্চায়েত এলাকায় পশ্চিম গাবতলায় তৃণমূলের সঙ্গে বিজেপি সহ বিরোধী দলের কর্মীদের মধ্যে গণ্ডগোল বাধে। বুথে ছাপ্পা ভোটকে কেন্দ্র করেই ঝামেলা বাধে। তখনই তৃণমূল কর্মী আবু সালেমকে পিটিয়ে গুলি করে খুন করা হয়।

কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?

তৃণমূল (TMC) বিধায়ক পরেশরাম দাস বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছে। এটা আরএসপি বুঝতে পেরে গিয়েছে। তাই, ভোট পর্ব শেষ হওয়ার পর  পরই আরএসপি সন্ত্রাস করে ভোট লুট করতে চেয়েছিল। সেটা তৃণমূল কর্মীরা রুখে দেন। আর তারজন্যই আরএসপিদের হাতে আমাদের কর্মীরা রক্তাক্ত হয়। একজনের প্রাণ গেল। আমরা দোষীদের শাস্তি দাবি করছি। অন্যদিকে, কুলতলির ঘটনা নিয়ে তৃণমূলের এক নেতা বলেন, বিজেপি সহ বিরোধী দলের লোকজন বুথ দখল করতে এসেছিল। তৃণমূলের ওই কর্মী প্রতিহত করতে গিয়ে খুন হন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

tmc

bangla news

Bengali news

panchayat election 2023

Basanti

Rsp