Sealdah Division: শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, দেখে নিন তালিকা
লোকাল ট্রেনে বাতিল (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শুরুতেই ফের ট্রেন বাতিলের খবর। একটানা ১০০ ঘণ্টা চলবে না কোনও ট্রেন। শতাধিক লোকাল ট্রেনের (Train Cancelled) পাশাপাশি বাতিল থাকবে একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনও। একাধিক দূরপাল্লার ঘুরপথে চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। শিয়ালদা ডিভিশনের একটি রুটের জন্য এই ঘোষণা করা হয়েছে। ২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন শিয়ালদা থেকে ডানকুনির মধ্যে ৪৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে (অর্থাৎ চারদিন মিলিয়ে ১৭৬টি)। ফলে, জানুয়ারির শেষ সপ্তাহে বৃহস্পতিবার থেকে পরের সোমবার পর্যন্ত ওই লাইনে চলবে না কোনও লোকাল ট্রেন।
শিয়ালদা ডিভিশনের (Sealdah Division) শিয়ালদা-ডানকুনি সেকশনে বালিঘাট এবং বালিহল্টের মধ্যে রেল ওভারব্রিজের পুরানো স্টিলের গার্ডার প্রতিস্থাপন করা হবে বলে এই ট্রেন বাতিলের (Train Cancelled) কথা ঘোষণা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ রেলসেতুটি ১৯৩১ সালে ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়েছিল। ব্রিজ নম্বর ১৫ সিসিআর-এর পুরনো স্টিলের গার্ডারটির অবস্থা খারাপ। জরুরি ভিত্তিতে এটি প্রতিস্থাপন করা দরকার বলে জানিয়েছে রেল। রেলের দাবি, এই সেকশনে মেরামতির কাজ করা হলে রেলের গতিও বাড়বে। এই কাজের জন্য দমদম-ডানকুনি সেকশনে ২২ জানুয়ারি রাত ১২টা (ইংরেজি মতে ২৩ জানুয়ারি) থেকে আগামী ২৭ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত কাজ চলবে।
আরও পড়ুন: ‘‘জেলবন্দি পার্থর সঙ্গে মোবাইলে কথা বলেন মমতা”, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
রেল সূত্রে জানা গিয়েছে, ৬ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল (Train Cancelled) থাকবে। সেই তালিকায় রয়েছে, কলকাতা-পাটনা গরিবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদা-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদা-জাঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস। বাতিল হওয়া এক্সপ্রেস ট্রেনের টিকিটের ভাড়া স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। কয়েকটি এক্সপ্রেস ট্রেন কামারকুন্ডু স্টেশনের পরিবর্তে নৈহাটি স্টেশনে থামবে। কয়েকটি ট্রেনের ক্ষেত্রে দক্ষিণেশ্বরের পরিবর্তে বেলঘরিয়ায় স্টপেজ দেওয়া হবে।
উত্তরবঙ্গ ও শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস (Train Cancelled) শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে। আর উল্টোদিক থেকে এসে হাওড়াতেই যাত্রা শেষ করবে।
রেল (Train Cancelled) সূত্রে জানা গিয়েছে, ১৬ জোড়া মেল/এক্সপ্রেস ট্রেন দমদম-নৈহাটি হয়ে ঘুরে যাবে। সেই তালিকায় রয়েছে- জম্মু-তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস, শব্দভেদী এক্সপ্রেস, নাঙ্গল ড্যাম এক্সপ্রেস, শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদা-আজমের এক্সপ্রেস, আনন্দ বিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, জম্মু-তাওয়াই হামসফর এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস, জালিওয়ানবাগ এক্সপ্রেস।
রেলের (Train Cancelled) তরফে দাবি করা হয়েছে, যে কাজ চলবে, তা যাত্রীদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটেই। ওই কাজের পরে ওই অংশে ট্রেনের গতিও বাড়বে। আর সেই পরিস্থিতিতে ওই কাজটা করতেই হত। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের যাতে দুর্ভোগ কম হয়, সেজন্য ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে কাজ করা হচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।