img

Follow us on

Sunday, Sep 22, 2024

Nadia: নদিয়ায় গুলি করে তৃণমূলের বুথ সভাপতির ছেলেকে খুন, কোন্দল প্রকাশ্যে

নদিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের চলল গুলি, খুন দলের বুথ সভাপতির ছেলে

img

হাসপাতালে জখম তৃণমূল কর্মী (নিজস্ব চিত্র)

  2023-08-30 12:56:51

মাধ্যম নিউজ ডেস্ক: আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এল। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রকাশ্যে চলল গুলি। তৃণমূলের বুথ সভাপতি মহতালি দফাদারের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে বুথ সভাপতির ছেলের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মতিয়াজুল দফাদার (৩৫)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে  নদিয়ার নাকশিপাড়ার ধাপারিয়া এলাকায়।

ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

নদিয়ার (Nadia) নাকাশিপাড়ার ধাপারিয়া এলাকায় তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দাঁড়িয়েছিলেন। তৃণমূল জয়ী হলেও কংগ্রেস প্রার্থী অনেক ভোট পেয়েছিলেন। তৃণমূল বোর্ড গঠন করার পরই কংগ্রেসকে সমর্থন করা হয়েছে, এই সন্দেহ করেই তৃণমূলের বুথ সভাপতিকে দলের অন্যপক্ষ হুমকি দিতে থাকে। এদিন সকালে তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরা হঠাৎ তৃণমূলের অন্য গোষ্ঠীর বাড়িতে হামলা চালায় বলে অভিয়োগ। বুথ সভাপতি বাড়িতে বসে চা খাচ্ছিলেন। প্রথমে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে বুথ সভাপতি ও তাঁর ছেলে এবং ভাইপোকে। বাধা দিতে গেলেই দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে বুথ সভাপতির ছেলের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন আরও দুজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী বললেন জখম পরিবারের সদস্য?

আহত পরিবারের সদস্য গুলমিশা বিবি বলেন, আমাদের পরিবারের প্রত্যেকেই তৃণমূল দল করেন। বেশ কয়েকদিন ধরেই অন্য এক তৃণমূলের গোষ্ঠী বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। কারণ, নির্বাচনে কংগ্রেসকে আমরা সমর্থন করেছি এই সন্দেহ করেই ওরা এভাবে হামলা চালিয়েছে। অথচ আমাদের পরিবার সকলেই তৃণমূল করে। তারপরও এভাবে হামলা চালানো মেনে নেওয়া যায় না। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

কী বললেন তৃণমূল নেতৃত্ব?

এ বিষয়ে নাকাশিপাড়ার বিধায়ক প্রথা নদিয়ার (Nadia) কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি কল্লোল খাঁ বলেন, এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নয়। পুরোটাই ব্যক্তিগত কারণে তাদের অশান্তি। এরা উভয় পক্ষ আমাদের দল করে। তবে, এটা রাজনৈতিক কোনও ঘটনা নয়। পুলিশ তদন্ত করছে, সত্য জানা যাবে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Nadia

Trinamool

Shot dead


আরও খবর


ছবিতে খবর