img

Follow us on

Wednesday, Jan 15, 2025

RG Kar Incident: ৪৩ প্রতিবাদী ডাক্তারকে বদলির নির্দেশ, ‘আগুনে ঘি ঢালছেন মমতা’, তোপ বিরোধীদের

Doctor: আরজি কর কাণ্ডের আন্দোলনের মাঝেই ৪৩ চিকিৎসক বদলি, কেন জানেন?

img

আরজি কর কাণ্ডে প্রতিবাদ- আন্দোলন (সংগৃহীত ছবি)

  2024-08-17 16:57:31

মাধ্যম নিউ ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) মুখ পুড়েছে সরকারের। রাজ্যের আইনের শাসন নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। ঘরের মেয়ে-বধূরা রাস্তা নেমে সরব হয়েছেন। রাস্তা-ঘাটে সর্বত্র নিহত চিকিৎসকে নিয়ে আলোচনা চলছে। একইসঙ্গে চর্চা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে। তাঁর এবং তাঁর অনুগামীদের শাস্তির জন্যই রাজ্য তথা দেশজুড়ে সরব হয়েছেন সকলে। পথে নেমে আন্দোলন করছেন চিকিৎসকরা। এই অবস্থায় সন্দীপ ঘোষকে পুরস্কৃত করার চেষ্টা করেছিল তৃণমূল সরকার। আর এখন প্রতিবাদকারী ৪৩ জন চিকিৎসককে বদলি করেছে তৃণমূল সরকার। বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূল সরকারের আন্দোলনকারী চিকিৎসকদের এই মুখ বন্ধ করার জন্য বদলির কৌশলের সিদ্ধান্তে নিন্দায় সরব হয়েছে সকলে। বিরোধীদের দাবি, এসব করে মমতা আখেরে আন্দোলনের আগুনে ঘি ঢালছেন।তাদের বিশ্বাস, এতে আন্দোলন আরও জোরদার হবে।

 একদিনে এই সব বদলির নির্দেশিকা! (RG Kar Incident)

আরজি কর (RG Kar Incident) আন্দোলনের আবহেই ৪৩ জন চিকিৎসককে বদলির নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। শুক্রবার এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি বিধি মেনে সেই বিজ্ঞপ্তিতে 'রাজ্যপালের ইচ্ছায় দায়িত্ব' দেওয়ার বার্তা রয়েছে। জানা গিয়েছে, এর আগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর পর তিনবার বদলি বাতিল করা হয়েছিল অজানা কারণে। আরজি করে নৃশংসভাবে খুনের ঘটনার পরও সন্দীপ ঘোষকে পুরস্কার হিসেবে ন্যাশনাল মেডিক্যালে বদলি করেছিল তৃণমূল সরকার। কিন্তু, আদালত আর আন্দোলনকারীদের চাপে সেটা সম্ভব হয়নি। তাই নিজেদের ক্ষমতা দেখাতেই সরকার একসঙ্গে প্রতিবাদী ৪৩ জন চিকিৎসকে বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনই অভিযোগ বিরোধীদের। একদিনে এই সব বদলির নির্দেশিকা। ইউনাইটেড ডক্টরস ফোরাম অ্যাসোসিয়েশন এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে। বিজেপি নেতৃত্ব এই পদক্ষেপকে শাস্তিমূলক পদক্ষেপ বলে কড়া সমালোচনা করেছেন।

আরও পড়ুন: ‘‘দুর্নীতির আতুঁড়ঘর আরজি কর, হিমশৈলের চূড়া সবে দেখা যাচ্ছে’’, তোপ বোসের

নিন্দায় সরব চিকিৎসক সংগঠন

চিকিৎসক (Doctor) সংগঠন 'ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট অ্যাসোসিয়েশন'-এর তরফে বদলির প্রতিবাদ জানানো হয়েছে। এক্স পোস্টে বিবৃতিতে বলা হয়েছে, "বাংলার মুখ্যমন্ত্রী আমাদের প্রতিবাদ সমর্থনকারী সদস্যদের অন্যায়ভাবে বদলি করেছেন। এই শাস্তিমূলক পদক্ষেপ কিন্তু ন্যায়বিচার ও নিরাপত্তার জন্য আমাদের দাবি স্তব্ধ করতে পারবে না। আমরা আমাদের লড়াইয়ে ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ।”

We strongly condemns @MamataOfficial @BengalGovernor unjust transfer of faculty members who supported our protest.These punitive measures will not silence our demands for justice and security.We stand united and resolute in our fight.@ANI @PTI_News @HMOIndia @PMOIndia @AmitShah pic.twitter.com/Ueklz8P7pb

 

অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্স-এর সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "এখন সব ডাক্তারই এই ঘটনার প্রতিবাদে নেমেছেন। তার মধ্যে কেউ কেউ বেশি সক্রিয়। আমাদের প্রোমোশন আটকে আছে। এই রকম পরিস্থিতি চলছে স্বাস্থ্য ক্ষেত্রে। তার মধ্যে আমাদের বদলির নির্দেশ কেন?"

'প্রতিশোধমূলক পদক্ষেপ'

বাংলায় চিকিৎসক বদলি নিয়ে শনিবার প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব! দলের সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা শনিবার সাংবাদিক বৈঠকে বলেন, "আজ যদি হিটলার, স্তালিন, ইন্দিরা গান্ধীর মতো স্বৈরাচারীরা থাকতেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা দিতেন। যে চিকিৎসকেরা আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসপাতালে (RG Kar Incident) মহিলাদের নিরাপত্তার দাবি তুলেছিলেন, তাঁদেরকে বদলি করে দেওয়া হল।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

West Bengal

bangla news

Bengali news

doctor

RG Kar Incident


আরও খবর


ছবিতে খবর