img

Follow us on

Tuesday, Oct 22, 2024

Sandeshkhali: শিবু ঘনিষ্ঠ তৃণমূল নেতা পাড়া ঘুরে ঘুরে তালিকা তৈরি করছেন, ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালিবাসী

সন্দেশখালিতে লিজের টাকা না পাওয়া বাসিন্দাদের তালিকা কে করছেন জানেন?

img

সন্দেশখালির আন্দোলনকারীরা (সংগৃহীত ছবি)

  2024-02-18 13:18:09

মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালিবাসী। মাটি হারাচ্ছে তৃণমূল। আর সেটা দলীয় নেতারা বুঝতে পেরে ক্ষতে প্রলেপ দিতে উদ্যোগী হয়েছে শাসক দল। জমি নেওয়ার পর গ্রামবাসীদের লিজের টাকা দিতেন না শাহজাহান বাহিনীর উত্তম সর্দার- শিবু হাজরারা। এবার সেই লিজের টাকা না পাওয়া বাসিন্দাদের তালিকা তৈরি করছে পঞ্চায়েত। তালিকা তৈরি করছেন সন্দেশখালি (Sandeshkhali) পঞ্চায়েতের উপ প্রধান গণেশ হালদার। আর সেই তালিকা নিয়ে চর্চা চলছে সন্দেশখালিজুড়ে। কারণ, এই গণেশই শিবু হাজরার অনুগামী। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তাঁকে আবার তালিকা তৈরির দায়িত্ব দেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

তালিকা তৈরি নিয়ে মুখ খুললেন বাসিন্দারা (Sandeshkhali)

তৃণমূল নেতা গণেশ এই এলাকায় তিন বারের পঞ্চায়েত সদস্য। গ্রামবাসীদের দাবি, এলাকার গরিব মানুষের থেকে গণেশ যা টাকা তুলতেন, তার ভাগ যেত শিবপ্রসাদ, শেখ শাহজাহানের কাছেও। এই এলাকায় গণেশ খাস জমি দখল করে ভেড়ি বানিয়েছেন বলেও অভিযোগ তাঁদের। গণেশের নিজের বুথ এলাকা ৫ ঘটি পাড়ার বাসিন্দাদের অনেকের বক্তব্য, যাঁর বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ, তিনিই সন্দেশখালির (Sandeshkhali) পাড়ায় পাড়ায় ঘুরে এলাকার মানুষের কাছ থেকে জমি লিজ় সংক্রান্ত অভিযোগ শুনছেন। রুমা মণ্ডল নামে এই এলাকার এক বাসিন্দার অভিযোগ, গণেশ আমাদের পাট্টা করিয়ে দেবে বলে ৭০০ টাকা নিয়েছিলেন দু'বছর আগে। কিন্তু, টাকা ফেরত দেননি, কাজও হয়নি। উনিই আবার জমির সমস্যা সমাধানে বেরিয়েছেন। বোঝাই যাচ্ছে কী হবে। রুমার মতো অনেকের অভিযোগ, চারশো, পাঁচশো করে যখন যেমন খুশি টাকা নিয়েছেন গণেশ। গণেশের বিরুদ্ধে অভিযোগের বহর আরও বড় বলে জানিয়েছেন নমিতা মণ্ডল-সহ বেশ কয়েক জন। নমিতার দাবি, গণেশ তাঁর দলবল নিয়ে চড়াও হয়ে এই গ্রামের বহু লোকের একশো দিনের কাজের টাকা তুলে নেন। আমার পরিবারেই ছ'জন একশো দিনের কাজ করেছিলেন। তিন জনের ব্যাঙ্ক একাউন্টে তিন হাজার টাকা করে ঢুকেছিল প্রায় দু'বছর আগে। গণেশের লোক এসে বলে যায়, নয় হাজারের মধ্যে দেড় হাজার রেখে সাড়ে আট হাজার টাকা দিয়ে দিতে হবে। তাই করতে হয়। কাটমানি নেওয়া নেতা টাকা ফেরানোর আশ্বাস দেন কী করে! শিবপদ কাণ্ডার নাম এক বাসিন্দা বলেন, "একশো দিনের কাজ করেছিলেন প্রায় ৩৭ দিন। দু'বছর আগে একবার ৫,৭০০ টাকা ঢুকেছিল। গণেশ চাপ দিয়ে সব টাকা তুলে নেন। ওদের কথা না শুনলে, মিটিং-মিছিলে না গেলে কোদালের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হত। ভয়ে ওদের কথা শুনতে হত।"

অভিযুক্ত তৃণমূল নেতা কী সাফাই দিলেন?

অভিযুক্ত তৃণমূল নেতা গণেশ অবশ্য অভিযোগের কথা মানতেই চাননি। তিনি বলেন, "সব অভিযোগ ভিত্তিহীন। আমার সামনে এমন অভিযোগ কেউ করতে পারবে না। আসলে এসব নিয়ে অনেকে রাজনীতি করছেন।" সন্দেশখালির (Sandeshkhali) বিধায়ক তৃণমূলের সুকুমার মাহাতো বলেন, "যার বিরুদ্ধে যা অভিযোগ, সব শোনার জন্য নেতারা যাচ্ছেন। এত দিন কেউ তো কিছু বলেনি।"

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

tmc

Trinamool Congress

West Bengal

bangla news

Bengali news

Sandeshkhali


আরও খবর


ছবিতে খবর