জাতীয় সঙ্গীতও ঠিকমতো করে গাইতে পারছেন না তৃণমূল নেতারা, কী হয়েছে জানেন?
তৃণমূলের কর্মী সম্মেলন (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: দলীয় কর্মী সম্মেলনে অসম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। মঞ্চে মন্ত্রীর সামনেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে শাসকদলকে একহাত নিয়েছে বিজেপি। চরম অস্বস্তিতে শাসকদল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মেমারিতে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
লোকসভার প্রার্থীকে নিয়ে যুব তৃণমূলের কর্মী সম্মেলন ছিল মেমারি (Purba Bardhaman) শহরে। মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারকে নিয়ে কর্মী সম্মেলন করা হয়। মেমারি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে ঝাপানতলায় এই কর্মী সম্মেলনে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ। সভার শেষ দিকে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। একটি ভাইরাল ফুটেজে (যাচাই করেনি মাধ্যম) দেখা যাচ্ছে, জাতীয় সঙ্গীত একটা পর্যায়ে এসে শেষ হয়ে যায়। অসম্পূর্ণ অবস্থায় কোনওরকমে শেষ করা হয় জাতীয় সঙ্গীত। বিষয়টি নিয়ে মেমারির তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন, ' নিজে মঞ্চে ছিলাম। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এর জন্য আমরা অনুশোচনা প্রকাশ করছি। সকলের কাছে অনুরোধ, এটি যেন মার্জনার চোখে দেখা হয়। দ্রুততার সঙ্গে বিষয়টি খেয়াল রাখা সম্ভব হয়নি।'
এই নিয়ে শাসকদলের কঠোর সমালোচনা করেছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি বলেন, এইসব বয়স্ক লোকেরা ভুলভাবে জাতীয় সঙ্গীত গাইছেন। এরা কী মানুষের কাজ করবেন? এরা কি জাতীয়তাবাদী মানুষ? এরা নির্বাচিত হয়ে কীভাবে দেশের উন্নয়ন করবেন? ভুলভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ' আমি ওখানে ছিলাম না। দলে খোঁজ নিয়ে দেখতে হবে। জাতীয় সংগীত আমাদের গর্বের ব্যাপার। তবে, আজকাল বৈদ্যুতিন মাধ্যমের যুগে অনেক কিছু ভাইরাল হয়।'
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।