img

Follow us on

Saturday, Sep 28, 2024

UPI: বিশ্বে এক নম্বর! মোদি জমানায় মোবাইল ওয়ালেট পেমেন্টে শীর্ষে ভারত

Digital India: ডিজিটাল পেমেন্ট! চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এল একটি বেসরকারি সংস্থা

img

প্রতীকী চিত্র

  2024-05-17 15:06:47

মাধ্যম নিউজ ডেস্ক: ইউপিআই (UPI) পেমেন্টে ভারতের জয়জয়কার। ভারতের (Digital India) প্রায় ৯১ শতাংশ জনতা এখন অনলাইন পেমেন্ট ব্যবহার করে। ফিনান্সিয়াল সার্ভিসেস কনজিউমার সার্ভিসেস গ্লোবাল ডেটা ২০২৩ অনুসারে ভারত এখন মোবাইল ওয়ালেট পেমেন্টে এক নম্বর স্থান অর্জন করেছে। ভারতের ৯০.৮০ শতাংশ মানুষ এখন ব্যবহার করছে অনলাইন পেমেন্ট (UPI Payment)।

ইউপিআই ব্যবহারে শীর্ষে ভারত

২০২৪-এর এপ্রিল মাসে ভারতের (India) ইউপিআই পেমেন্ট ব্যবস্থা ব্যবহারর ক্ষেত্রে এই যাবৎকালের শীর্ষে ছিল। দৈনিক ১৯.৬৪ লক্ষ কোটি টাকা ইউপিআই পেমেন্ট হয়েছে দেশজুড়ে। চলতি বছর মে মাসেও ইউপিআই ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছিল। যদিও মে মাসে একটু কম ইউপিআই (UPI) ব্যবহার হয়েছে। ১৫ মে পর্যন্ত দৈনিক গড়ে ১০.৭০ লক্ষ কোটি টাকার ইউপিআই পেমেন্ট ব্যবহার হয়েছে।

প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া (Digital India)

ডিজিটাল পেমেন্টের এই ব্যাপক অগ্রগতি ভারতের যুব সমাজের ডিজিটাল প্রযুক্তিকে আপন করে নেওয়ার একটা বড় প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আগেই ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) লক্ষ্যে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন। এরই অঙ্গ ছিল ইউপিআই পেমেন্ট ব্যবস্থা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারেও ইউপিআই পেমেন্টকে তুলে ধরা হয়েছে। মোদি জমানায় ডিজিটাল ব্যবস্থাকে বিশ্ব দরবারে তুলে ধরা হয়েছে। ভারতের রূপে কার্ড (Rupay Card) ব্যবস্থা বিশ্বের নানা প্রান্তে ব্যবহার হচ্ছে।

কোভিডের সময় ইউপিআই-এর উত্থান

প্রসঙ্গত কোভিড মহামারি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে ক্ষেত্রে একটা বড় ধাক্কা দিয়েছিল। কোভিডর (Covid-19) সময় অনলাইন পেমেন্ট এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। সেই সময় সামাজিক দূরত্ব বিধি ইউপিআই পেমেন্টকে সাহায্য করেছিল। দেখা গেছে কোভিডের সময় থেকেই মোবাইল ওয়ালেট, ইউপিআই এবং ভিম (BHIM) পেমেন্ট ব্যবস্থা সহ সমস্ত ধরনের অনলাইন পেমেন্ট (Digital India) ব্যবস্থার গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। গ্লোবাল ডেটা এনালিস্ট রবি শর্মা জানিয়েছেন, সারা পৃথিবীতেই কোভিড পরবর্তী সময়ে অনলাইন পেমেন্ট ব্যবস্থা কদর বেড়েছিল। হংকং এর মত ছোট দেশেও কোভিড পরবর্তীকালে নগদ টাকার ব্যবহার কমে যায়।

আরও পড়ুন: Google Wallet: গুগল পে, ফোন পে-র দিন কি শেষ! ভারতে চলে এল গুগল ওয়ালেট

কিন্তু পরবর্তীকালে দেখা যায় বিভিন্ন দেশে নগদ টাকার ব্যবহার ফের ফিরে আসে। ভারতে সেটা হয়নি। ডিজিটাল ভারতের (Digital India) ঘরে ঘরে ফোর জি কিংবা ফাইভ জি অ্যান্ড্রয়েড। তাই ইউপিআই (UPI) পেমেন্ট শহর হোক কিংবা মফস্বল অঞ্চল, সব জায়গায় মানুষ এখন মোবাইল পেমেন্টে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রত্যন্ত গ্রামেও ব্যবহার হচ্ছে ডিজিটাল পেমেন্ট।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

UPI Payment

Digital India

UPI

upi id

upi full form


আরও খবর


ছবিতে খবর