img

Follow us on

Friday, Nov 22, 2024

Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর নিক্ষেপ! সামনে এল দোষীদের ছবি, জানেন এরা কারা?

পশ্চিমবঙ্গ নয় পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে

img

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার সিসিটিভি ফুটেজ।

  2023-01-05 12:13:57

মাধ্যম নিউজ ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করল পূর্ব রেল। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও ফুটেজ দেখে পূর্ব রেলের আধিকারিকরা নিশ্চিত হয়েছেন, পশ্চিমবঙ্গ নয় পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে। পাথর ছোড়ার ঘটনায় রাজ্য জিআরপি এবং রাজ্য পুলিশের সঙ্গে তদন্ত শুরু করেছে রেল সুরক্ষা বাহিনী। অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতার করতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।

পূর্ব রেলের তরফে যা বলা হল

পূর্ব রেলের তরফে জানানো হয়, ‘পাথর বিহার থেকে ছোড়া হয়েছে। সেই ব্যাপারে আমরা ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি। অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ওঁদের গতি প্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে পাথর ছোড়ার জন্যই জড়ো হয়েছিল।’ বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) প্রতিটি কামরার বাইরেও সিসিটিভি লাগানো রয়েছে। তারই ফুটেজ আসল তথ্য সামনে আনল। পূর্ব রেলের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে। সেই মতো বিহার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রেলের তরফে বুধবার ভালো করে পরীক্ষা করা হয় ট্রেনটিকে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির সদস্যরা এসে ট্রেন সেটটিকে খুঁটিয়ে পরীক্ষা করেন৷ ট্রেনের ক্যামেরায় থাকা সব ছবি উদ্বার করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মোটরম্যানের ক্যাব ও সাইড ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করা হয়৷ তাতেই দেখা যাচ্ছে দুপুর ১২.৫৪ মিনিট থেকে ১২.৫৫ মিনিটের মধ্যে চার জন লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছেন৷ রেলের তরফে জানানো হয়েছে তারাই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে। 

আরও পড়ুন: ‘এমন ঘটনা ঘটলে রেলমন্ত্রক হয়তো অন্য কিছু ভাববে’, বন্দে ভারতে পাথর প্রসঙ্গে বললেন সুকান্ত  

গত ৩০ডিসেম্বর ঘটা করে হাওড়া-নিউজলপাইগুড়ি রুটে চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যা দারুণ সাড়া ফেলেছিল সাধার মানুষের মধ্যে। নতুন বছরে রাজ্যবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম সেরা উপহার ছিল এই ট্রেন। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে। প্রথমে কুমারগঞ্জ স্টেশনের কাছে পরে নিউজলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে। ভেঙে যায় ট্রেনের কাচ। তার পরেই তদন্ত শুরু করে জিরআরপিএফ, রাজ্য পুলিশ ও রেল পুলিশ। দোষীদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছিল পূর্ব রেল। অবশেষে রহস্য উন্মোচিত হল। খুঁজে পাওয়া গেল অভিযুক্তদের। জাতীয় সম্পতি নষ্ট করার অপরাধে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি হোক, সেটাই চাইছেন সাধারণ মানুষ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Vande Bharat Express

vande bharat second stone pelting

vande bharat stone pelting from bihar


আরও খবর


ছবিতে খবর