কিশোরীর নাম বেদ বন্দিতা বসু
দিল্লির উদ্দেশে রওনা বেদ বন্দিতার
মাধ্যম নিউজ ডেস্ক: দেশের নাম ইন্ডিয়ার বদলে রাখা হোক হিন্দুস্থান। এই দাবিতে সাইকেলে বারাসত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দরবারে রওনা দিল বছর ১৪ এর কিশোরী বেদ বন্দিতা বসু (Veda Bandita Basu)।
বারাসতের লিটল অ্যাঞ্জেলস স্কুলের নবম শ্রেণির ছাত্রী এদিন লোকনাথ মন্দির থেকে রওনা দেয় দিল্লির উদ্দেশে। গন্তব্যে পৌঁছতে তার ২০ দিন মতো সময় লাগবে বলে জানিয়েছে বেদ বন্দিতা। তার মতে, আমাদের দেশের নাম ইন্ডিয়া জোর করে চাপিয়ে দিয়েছে বিদেশীরা, আমরা এখনও তা বয়ে চলেছি। মোদিজীও বিভিন্ন বক্তব্যে হিন্দুস্থান শব্দ উল্লেখ করেন। আমি তাই ওনার সঙ্গে দেখা করে নাম পরিবর্তনের বিষয়ে আবেদন জানাবো। জানা গেছে, প্রায় দেড় হাজার কিমি রাস্তা সাইকেলে পাড়ি দেওয়ার সময় বেদ বন্দিতার (Veda Bandita Basu) সফর সঙ্গী থাকবেন তাঁর বাবা।
আরও পড়ুন: চারচাকার বদলে অটোতেই স্বাচ্ছন্দ্য! ব্যতিক্রমী ত্রিপুরার বিজেপি বিধায়ক অন্তরা সরকার
এদিন বেদ বন্দিতার (Veda Bandita Basu) যাত্রার শুভকামনা জানাতে বারাসত লোকনাথ মন্দিরের সামনে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি তাপস মিত্র। তিনি বলেন, কোথাও উল্লেখ করা নেই দেশের নাম ইন্ডিয়া রাখতেই হবে। এই ছোট্ট মেয়েটি যে উদ্যোগ নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। তার যাত্রা পথ শুভ হোক। তাঁর সঙ্গে এদিন হাজির ছিলেন বিজেপির কয়েকশো কর্মীবৃন্দ। এই ছাত্রীর সাথে তার সফর সঙ্গী ছিলেন তার পিতা। সোমবার সকালে বারাসত লোকনাথ মন্দিরে পুজো দিয়ে সে দিল্লির উদ্দেশে রওনা দেয় প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাভ করতে।
আরও পড়ুুন: ফের প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল, গেহলটের বিরুদ্ধে অনশনে বসবেন পাইলট
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: