img

Follow us on

Sunday, Jan 19, 2025

Vidyasagar University: তীব্র তাপপ্রবাহের জেরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাধিক পরীক্ষা স্থগিত

weather: প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা, পরীক্ষা বাতিল করা হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

img

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মুলতবির নোটিস (সংগৃহীত ছবি)

  2024-05-01 16:15:50

মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক দশকের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে মঙ্গলবার মেদিনীপুর সহ সমগ্র জঙ্গলমহলের উষ্ণতম দিন হিসেবে জায়গা করে নিয়েছে। শুধু মঙ্গলবার বলে নয় গত কয়েকদিনে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে। পূর্বাভাস মতোই, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ সমগ্র জঙ্গলমহল জুড়ে সকাল ৯টা থেকেই বইতে শুরু করে লু বা গরম বাতাস। গনগনে আগুনের তাপে সকাল থেকেই পুড়ছেন মেদিনীপুর সহ জঙ্গলমহলবাসী। এই অবস্থায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) সমস্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার একটি নোটিস দিয়ে এই ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের নোটিসে কী রয়েছে? (Vidyasagar University)

নোটিসে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার জন্য ২ এবং ৪ মে যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, তা মুলতুবির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) অধীনে থাকা সমস্ত কলেজে ওই দু'টি তারিখে যাবতীয় পরীক্ষা আপাতত বাতিল করা হল। বিএড, বিপিএড, বিএফএসসি, বিএসসি (অনার্স) কৃষিবিদ্যা, বিএড স্পেশাল, ডিওসিএ এবং তৃতীয় বর্ষের যে সব পরীক্ষা ছিল, তা মুলতুবি করা হচ্ছে। ওই দু'টি তারিখে যে পরীক্ষাগুলি ছিল, তা পরে কবে নেওয়া হবে তা পরবর্তী তা পরবর্তী নোটিসে জানানো হবে। তবে ৬ মে যে পরীক্ষাগুলি রয়েছে, সেগুলি নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বুধবারও তীব্র তাপপ্রবাহ দক্ষিণের ৮ জেলায়, জনশূন্য রাস্তাঘাট, ফুটিফাটা জমি

মেদিনীপুর ও সংলগ্ন এলাকার তাপমাত্রা কত ছিল?

আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ছিল ৪৬.৯১ ডিগ্রি সেলসিয়াস! যা সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দিল চলতি মরশুমের যথাক্রমে ২০ ও ২৭ এপ্রিলের 'সর্বোচ্চ তাপমাত্রা'র রেকর্ড! ওই দু'দিন জেল শহর তথা জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৫.৯৯ এবং ৪৫.৯০ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মে মাসের প্রথম সপ্তাহেও তাপপ্রবাহের হাত থেকে নিস্তার মিলবে না। আগামী ৫ মে পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে গোটা দক্ষিণবঙ্গেই। রবিবার থেকে রাজ্যের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সকলে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Weather

West Bengal

bangla news

Bengali news

Vidyasagar University

examination


আরও খবর


ছবিতে খবর