img

Follow us on

Saturday, Nov 23, 2024

WB Weather Update: কলকাতায় ফের পারদ পতন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

WB Weather Update: শীতের প্রাক্কালে ফের নিম্নচাপের ভ্রুকুটি...

img

WB Weather Update

  2022-11-14 12:48:00

মাধ্যম নিউজ ডেস্ক: অনুমানই সত্যি হল। এর আগেই আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে (WB Weather Update)। সেই মতই আজ ফের পারদ পতন। কলকাতায় একধাক্কায় পারদ নামল ১৭-এর ঘরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারেই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নামল পারদ। তবে পারদ পতনে দুয়ারে শীত মনে হলেও, এখনই বঙ্গে শীতের প্রভাব জোরালো হবে কিনা তা বলা যাচ্ছে না। আগামী কয়েকদিনে পারদ আরও নামতে পারে বলেও অনুমান করা হয়েছে।

কলকাতার আবহাওয়া

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। কলকাতা ও আশপাশের তাপমাত্রা এখনকার মত ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে শীতের আমেজের পাশাপাশি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক ও পরিস্কার থাকবে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘন্টায় সেই তাপমাত্রা আরও ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে তারপরের কয়েকটা দিন তাপমাত্রা হ্রাসের কোনও পূর্বাভাস নেই (WB Weather Update)।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই পারদ পতন! শীতের প্রবেশ রাজ্যে

দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে একেবারেই নেই। এদিন আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ১৬ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে, গত কয়েক দিনের মতই। তবে ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গেরও কোনও কোনও জায়গার রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এই তাপমাত্রা কমতে পারে যেসব জায়গায় তাপমাত্রা কমেনি শুধু সেসব জায়গায়। এর পরে কয়েক দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে এই বঙ্গেও আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আর ১ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর (WB Weather Update)।

নিম্নচাপের ভ্রুকুটি

তবে শীতের আমেজের মধ্যেই ফের নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার আন্দামান সাগর এলাকায় তৈরি হবে নিম্নচাপ। সেই নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সেদিকেই নজর রাখছেন আবহবিদরা। এর প্রভাব বঙ্গে পড়বে কিনা, তাও নজরে রেখেছে আবহাওয়া দফতর (WB Weather Update)।

Tags:

Weather Update

WB Weather Update

Kolkata Temperature


আরও খবর


ছবিতে খবর