img

Follow us on

Saturday, Dec 21, 2024

Weather Update: জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট, নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি

Rain Forecaste: ভরা পৌষে মেঘলা আকাশ, শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস...

img

প্রতীকী ছবি

  2024-12-21 09:37:02

মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল শুক্রবার রাতে হালকা বৃষ্টি (Weather Update) হয়েছে শহর কলকাতায়। শনির সকালেও বারিধারা অব্যাহত তিলোত্তমায়। সকাল থেকেই আকাশের মুখ ভার। ঘন কুয়াশাচ্ছন্ন মহানগরী। সঙ্গে টিপ টিপ করে বৃষ্টি। উধাও শীত। ইতিমধ্যেই, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রিপোর্ট অনুযায়ী, হালকা বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ (Rain Forecaste) থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার সকাল থেকেই জেলায় জেলায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে

শনিবার সকাল (Weather Update) থেকেই জেলায় জেলায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। যার সতর্কবার্তা আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কুয়াশার জেরে দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে, কোথাও আবার তা ৫০ মিটারের নিচে চলে যেতে পারে। এর জেরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা একই রকম ভাবে বাড়বে। এইভাবে শীতের আমেজে সাময়িক বিরতিও দেখা দেবে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)

অন্যদিকে, উত্তরবঙ্গেও শনিবার হালকা তুষারপাতের কথা শুনিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। এর পাশাপাশি হালকা তুষারপাত দেখা দেবে কালিম্পঙ-এর পার্বত্য এলাকা ও সিকিমেও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। আবহবিদরা জানান, রবিবার বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে, রোদ উঠবে না। পুরো সময়টায় অস্বস্তিকর একটা স্যাঁতসেঁতে আবহাওয়া বজায় থাকবে। গতকাল শুক্রবার সকালেই মৌসম ভবনের কৃত্রিম উপগ্রহের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, তাতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে (Rain Forecaste)। বর্তমানে তা আপাতত ওড়িশার দিকে এগোতে শুরু করেছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Weather Update

bangla news

Bengali news

south bengal

light rain forecaste


আরও খবর


ছবিতে খবর