Winter in Kolkata: পারদ পতন শুরু! মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন, বুধের রাতে কলকাতায় ছিল ১৩.৮ ডিগ্রি
শীতে কাহিল কলকাতা। ফাইল চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম স্পেলেই হাড় কাঁপানো ঠান্ডা। কলকাতায় রাতের তাপমাত্রা লাফ দিয়ে নামল ১৩ ডিগ্রির ঘরে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নিচে। লাফিয়ে নামল দিনের তাপমাত্রাও। শনি ও রবিবার আরও পারদ পতনের ইঙ্গিত দিল হাওয়া অফিস (Weather Update)। এখনও অবধি শুক্রবারই এই মরশুমের শীতলতম দিন (Winter in Kolkata)। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে বঙ্গ এখন পুরোদমে উত্তুরে হাওয়ার দখলে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫-৬ দিন এরকমই শীতের কাঁপন চলবে।
শীতের (Weather Update) ঝোড়ো ব্যাটিং শুরু। কলকাতার (Winter in Kolkata) তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে। শুধু ১৩ ডিগ্রির ঘরেই নয়, গত ৭২ ঘণ্টায় প্রায় ৫ ডিগ্রির বেশি পারদ নেমেছে। সোমবার রাতে কলকাতার তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাতের তাপমাত্রা ১৬.২ ডিগ্রিতে নামে। বুধবার রাতে তা পৌঁছয় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার দিনের তাপমাত্রাও ২৫.৪ থেকে নেমে ২৩.২ ডিগ্রিতে পৌঁছয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৬ শতাংশ। বৃহস্পতিবার সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ শহরে।
জাঁকিয়ে শীতের (Winter in Kolkata) প্রথম ইনিংস শুরু জেলাতেও। পশ্চিমাঞ্চলের পারদ ১০-এর নিচে নেমে গিয়েছে। গাঙ্গেয় বঙ্গের পারদ ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে রয়েছে। উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ চলছে। সেই কনকনে শীতল হাওয়া ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে বইছে বঙ্গে। ফলে শুধু রাত নয়, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কোথাও ৪ কথাও ৫ ডিগ্রি পর্যন্ত কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলি রীতিমতো ঠকঠকিয়ে কাঁপছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা নেমেছে। পাহাড়ে হাড় কাঁপানো শীতের মধ্যেই চলছে শীতবিলাস। বরফ দেখতে ইতিমধ্যেই পাহাড়ে ভিড় জমিয়েছেন পর্যটকরা।
আরও পড়ুন: তিন মহাদেশের ৬টি দেশে মহাযজ্ঞ! ২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় কোথায় হবে, জানাল ফিফা
এ রাজ্যে শুধু ঠান্ডাই (Weather Update) নয়, সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও রয়েছে। ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূমে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। অন্যদিকে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। ফলে সড়কপথ ও আকাশপথে যাতায়াত ব্যাহত হতে পারে। দু-এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, শীতের এই ঝোড়ো ইনিংস স্থায়ী হবে অন্তত ৫ থেকে ৬ দিন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।