Temperature: কবে থেকে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত?
ফের জাঁকিয়ে শীতের আশঙ্কা (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: ঠান্ডা কমতেই মন খারাপ শীতপ্রেমী বাঙালির। তাপমাত্রার পারদ আবারও চড়েছে। মঙ্গলবার ঠান্ডা অনেকটাই কম। তবে শীতের কামব্যাক সময়ের অপেক্ষা। খুব বেশি সময় লাগবে না। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা (Weather Update) ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকেই ঠান্ডা বাড়বে বাংলায়। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের মধ্যে ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমবে। ফের ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। ৮ ডিগ্রিতে নামতে পারে পুরুলিয়ার তাপমাত্রা। তবে পৌষ সংক্রান্তির আগেই নতুন ঝঞ্ঝার পূর্বাভাসও রয়েছে। ফলে, আবারও বাড়বে তাপমাত্রা।
উত্তুরে হাওয়ার দাপটে জানুয়ারি মাসের শুরু থেকেই চেনা ছন্দে ফিরেছিল শীত। তবে মাঝের দু-একদিনে হঠাৎ ছেদ। প্রথম এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমেছিল বেশ খানিকটা। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও তাতে ছেদ পড়ে। তারপর আবারও নিম্নগামী পারদ। কলকাতা-সহ শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা টানা কয়েক দিন ধরেই থাকবে স্বাভাবিকের নীচে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে।
আরও পড়ুন: শীতের সকালে তিব্বতে জোরালো ভূমিকম্প! তীব্রতা ৭.১, কেঁপে উঠল কাঠমান্ডু থেকে কলকাতা
আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না বলেই আপাতত জানানো হয়েছে আবহাওয়া (Weather Update) দফতরের তরফ থেকে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিকে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। আর জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোনও বৃষ্টি হবে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।