Winter in Kolkata: কুয়াশায় ঢাকবে ছয় জেলা, পশ্চিমের জেলাগুলিতে পারদ ৯ ডিগ্রির নীচে
শীতের পরশ। ফাইল চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: চেনা ছন্দে ফিরল শীত। বুধবারের পর বৃহস্পতিবার আরও কমল কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা (Weather Update) আরও এক ডিগ্রি কমেছে। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
অর্থাৎ সব মিলিয়ে বছরের শুরুর দু’দিনেই ৪ ডিগ্রি নামল পারদ। কনকনে ঠান্ডা না হলেও শীতের এই পর্ব চলবে শুক্র-শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার সারা দিন পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। বুধবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশেই থাকবে। ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এবার রাজ্যে তেমন কামড় বাসাতে পারেনি শীত। তবে শীতের এই দাপটও বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের গায়েব হবে শীত। সপ্তাহের শেষে হতে পারে বৃষ্টিও।
আবহাওয়া দফতর (Weather Update) থেকে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে তাতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সমতল এলাকাগুলির মধ্যে শীতলতম ছিল আসানসোল। সেখানে তাপমাত্রা নেমেছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। শুধু আসানসোল নয়, পশ্চিমের সমস্ত জেলাতেই তাপমাত্রা ছিল এক সংখ্যায়। হাঁড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে বোলপুরও। সেখানে পারদ নেমেছে ৯.২ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বর্ধমানে ৯.৬ ও বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪, আলিপুরে ১৩.২, বিধাননগরে ১৩। কৃষ্ণনগরে ১২, অশোকনগরে ১১.৫, বহরমপুরে ১২.৬, মেদিনীপুরে ১১.৩, দিঘায় ১২.৪।
আরও পড়ুন: অবশেষে মুক্তি! গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর বিষাক্ত বর্জ্য সরল ভোপাল থেকে
উত্তরবঙ্গে (Weather Update) মালদায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫, জলপাইগুড়িতে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে ৫.৬ ও কালিম্পঙে ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের তিন জেলায় সপ্তাহান্তে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। শনি ও রবিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য অঞ্চলে তুষারপাতও হতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশায় ঢাকবে পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।