img

Follow us on

Monday, Jan 06, 2025

Weather Update: ঝঞ্ঝায় দক্ষিণে বাড়তে পারে পারদ, বৃষ্টি-বরফের সম্ভাবনা উত্তরে, পূর্বাভাস হাওয়া অফিসের

Alipur Meteorological Department: চলতি সপ্তাহে নতুন ঝঞ্ঝার সম্ভাবনা, রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা...

img

শীতের ঠান্ডায় নামছে তাপমাত্রা। সংগৃহীত চিত্র।

  2025-01-03 16:39:19

মাধ্যম নিউজ ডেস্ক: এবছরের শীত (Weather Update) যেন একেবারে লুকোচুরি খেলছে। মাঝে মাঝে শীতের দেখা মিললেও আবার কখনও কখনও দারুণ ভাবে উধাও হয়ে যাচ্ছে। গত দুই দিন ধরে জাঁকিয়ে শীত পড়েছে। তাপমাত্রা হু হু করে কমে গিয়েছে। শীতপ্রেমী বাঙালিরা বেশ ঠান্ডার মজা নিচ্ছিলেন। খুশিতেই বছরের শেষ এবং শুরুর দিনগুলি কাটছিল। শুক্রবার, আলিপুর আবহাওয়া দফতর (Alipur Meteorological Department) জানিয়েছে, রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। পারদ তিন-চার ডিগ্রি চড়বে বলে মনে করা হচ্ছে। ঠিক এর মাঝেই দার্জিলিঙে বরফ পড়ার আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতরের (Alipur Meteorological Department) পূর্বাভাস রয়েছে, সামনেই নতুন ঝঞ্ঝার (Weather Update) খবর রয়েছে। ফলে এবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। পৌষ মাসের শেষে গোটা বাংলাজুড়ে শীত প্রভাবিত হওয়ার শঙ্কা তৈরি হলেও শীত একেবারে শেষ হয়ে যাবে না। শুক্রবার কলকাতা শহরের তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুরের পূর্বাভাস, আগামী রবিবার থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কলকাতায় সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শুষ্ক হাওয়া বইবে। একইভাবে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ব্যাপক কুয়াশা থাকবে। বাকি জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে। সকালের দিকে বিক্ষিপ্ত হালকা কুয়াশা থাকবে। নতুন ঝঞ্ঝার ফলে উত্তরের হাওয়ার দাপট কমে যাবে। ফলে শীত তুলনায় কম অনুভূত হবে।

আরও পড়ুনঃ ফের খারিজ জামিন, চিন্ময় কৃষ্ণকে জেলেই মারতে চাইছে ইউনূস প্রশাসন! কীসের ভয়?

বরফ পড়লে পাহাড়ে পর্যটকদের জন্য আকর্ষণীয় হবে

বাতাসে জলীয় বাষ্পের (Weather Update) পরিমাণ বাড়বে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তবে একই ভাবে দার্জিলিঙে বরফ পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ে পর্যটকদের জন্য আকর্ষনীয় সময় হতে চলেছে। একই ভাবে সমগ্র উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির (Alipur Meteorological Department) একটা সম্ভাবনা রয়েছে।

একইভাবে সারা দেশের তুলনায়, উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার দাপট ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দিল্লির পালামে শূন্যের নিচে নেমে গিয়েছে দৃশ্যমানতা। দিল্লির সফদরজংয়ে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে পৌঁছে গিয়েছে। আবার আগরা, গোয়ালিয়র, চণ্ডীগড়, শ্রীনগর, কুশিনগর, গোরক্ষপুর, অমৃতসর, পাঠানকোট এলাকায়ও দৃশ্যমানতা শূন্যে পৌঁছে গিয়েছে। রাস্তায় একদম গাড়ি চলাচল করছে না।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

West Bengal weather

news in bengali

Bengal Weather News

Weather update  

Alipur Meteorological Department


আরও খবর


ছবিতে খবর