Coal Smuggling: শুক্রবার সকাল ১১টায় নিজাম প্যালেসে তদন্তকারী সংস্থার আঞ্চলিক দফতরে ডেকে পাঠানো হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ককে...
সওকত মোল্লা (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: এবার কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক সওকত মোল্লাকে (Saokat Molla) তলব করল সিবিআই (CBI)। এই মর্মে, বিধায়কের কাছে বৃহস্পতিবারই হাজিরার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, আগামীকাল, অর্থাৎ শুক্রবার সকাল ১১টায় কলকাতায় নিজাম প্যালেসে (NIzam Palace) সিবিআইয়ের আঞ্চলিক দফতরে ডেকে পাঠানো হয়েছে সওকতকে। জানা গিয়েছে, ক্যানিং পূর্বের বিধায়ককে তাঁর পাসপোর্ট, আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড ও ভোটার কার্ড নিয়ে আসতে বলা হয়েছে। এছাড়া, তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্টও, বিধায়কের নামে কোনও কোম্পানি থাকলে তারও সমস্ত নথিও আনতে বলা হয়েছে।
সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে এর আগে যাদের জেরা করেছিল সিবিআই তাদের কাছ থেকে সওকত মোল্লার নাম মিলেছে। সেই সূত্রেই তার কোম্পানি জড়িত বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তথ্যের সঙ্গে সওকত মোল্লার বক্তব্য মিলিয়ে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: কলকাতায় ইডি আধিকারিকদের নিরাপত্তার 'সুপ্রিম' নির্দেশ
সাম্প্রতিককালে, বিভিন্ন মামলায় তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে ডেকে পাঠিয়েছে সিবিআই। ইতিমধ্যেই এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC teachers recruitment scam) মামলায় তৃণমূল কংগ্রেস সরকারের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং পরেশ অধিকারীকে (Paresh Adhikary) তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আবার, গরুপাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mandal) জেরা করেছে সিবিআই।
দীর্ঘদিন ধরেই অবৈধ কয়লাপাচার কান্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। এই তদন্তে নাম জড়িয়েছে একাধিক তৃণমূল হেভিওয়েটের। এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সওকত মোল্লাকে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই। এর আগে, এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরাকে (Rujira) জিজ্ঞাসাবাদ করেছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ফের তাঁদের জিজ্ঞাসাবাদের করা হতে পারে।
আরও পড়ুন: অভিষেক-জায়া রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি দিল্লির আদালতের