img

Follow us on

Friday, Sep 20, 2024

Weather Update: মঙ্গলবারও সারাদিন বৃষ্টি চলবে, নেমেছে তাপমাত্রার পারদ, বুধে বৃষ্টি কমার পূর্বাভাস

শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই।

img

শহরের বেশ কিছু জায়গা জলমগ্ন।

  2022-09-13 13:34:08

মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারের পর মঙ্গলবার। সকাল না সন্ধ্যা বোঝা দায়। ঘন কালো মেঘের চাদরে ঢাকা শহরের আকাশ। চলছে অবিরাম বৃষ্টি। কখনও ঝমঝমিয়ে তো কখনও টিপটিপে। আজও সারাদিন বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,গভীর নিম্নচাপ দুর্বল হয়ে মধ্যপ্রদেশে চলে গিয়েছে। মধ্যপ্রদেশ এবং ছত্তিসগঢ়ের নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে আজ,মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ৷ আজ,মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হাওড়া জেলায়। 

আরও পড়ুন: ২০২৩-এই খুলে যাবে দরজা! রাম মন্দির তৈরিতে খরচ ১৮০০ কোটি টাকা

নিম্নচাপ ও বৃষ্টির জেরে কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমেছে অনেকটা। মঙ্গলবার শহরের তাপমাত্রা থাকবে ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি বেশি থাকতে পারে। তাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে। জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সোমবার সারাদিন শহর জুড়ে বৃষ্টির জেরে ব্যহত হয়েছে জনজীবন। সমস্যায় পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা। সপ্তাহের প্রথম দিনে কর্মব্যস্ত অফিস যাত্রীরাও বিপদে পড়েছে।

আরও পড়ুন: জ্ঞানবাপী মামলায় পূজার্চনার আবেদনের শুনানি চলবে, জানিয়ে দিল আদালত

শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ১৩ ও ১৪ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

West Bengal weather

heavy rainfall continues in Kolkata

heavy rainfall in South Bengal

moderate rain in North Bengal


আরও খবর


ছবিতে খবর